Allu Arjun law Year Fees In One Hour: পুষ্পা ২ ঘিরে দর্শকের উত্তেজনা ছিল একেবারে চোখে পড়ার মতো। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। সেই প্রেক্ষিতে মৃতার পরিবার অল্লুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। শুক্রের সকালে আচমকাই গ্রেফতার করা হয় অল্লুকে।
চায়ের কাপে চুমুক দিয়ে সকালটা শুরুর আগেই মাথায় আকাশ ভেঙে পড়ে এই দক্ষিণী সুপারস্টারের। তবে শুক্রবারই সেই দিন তেলঙ্গানা হাই কোর্ট অন্তর্বর্তী জামিন দেয় অল্লুকে। কিন্তু, রাতটা সংশোধনাগারেই কেটেছে বড় পর্দার পুষ্পার। বাড়ি ফিরতেই স্ত্রী-সন্তানের মুখে স্বস্তির হাসি। তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন সতীর্থরা।
বাড়ি ফিরে সংবাদমাধ্যমের সামনে করজোড়ে ৪ ডিসেম্বরের ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন আল্লু অর্জুন। সেই সঙ্গে জানিয়েছেন তিনি ভাল আছেন। তাঁর জন্য যেন ভক্তরা অহেতুক চিন্তা না করে। আল্লুর জামিনের ব্যবস্থা করেছেন কোন আইনজীবী?
জানেন তাঁর সঙ্গে ইন্ডাস্ট্রির একটা গভীর যোগও রয়েছে। বেশ কিছু সিনেমার প্রযোজনার কাজও করেছেন আল্লুর আইনজীবী। আল্লু অর্জুনের মামলা লড়তে এক ঘণ্টায় কত পারিশ্রমিক নিয়েছেন শুনলে চমকে যাবেন। অভিনেতার আইনজীবীর নাম নিরঞ্জন রেড্ডি। মিডিয়া রিপোর্ট মোতাবেক, আল্লুর জামিনের ব্যবস্থা করতে প্রতি ঘণ্টায় পাঁচ লাখ টাকা নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তেলঙ্গানার নিম্ন আদালত। পরে হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। কিন্তু, আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে জেলেই থাকতে হয়েছে অভিনেতাকে।
তাঁকে রাখা হয়েছিল হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। ২০১১-এ ফিল্ম ইন্ডাস্ট্রিতে গ্র্যান্ড এন্ট্রি নেন আল্লু অর্জুনের আইনজীবী। বেশ কিছু হিট ছবির প্রযোজক হিসেবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ নামডাকও রয়েছে। তবে দু-একটি ছবি বক্স অফিসে একেবারে মুখ থুবরেও পড়েছে।
আরও পড়ুন: কাউন্টডাউন শুরু, সিনেমার প্রচারে এবার ময়দানে রাজ-শুভশ্রীর 'সন্তান' ইউভান