Shontaan Promotion By Yuvaan: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় আসছে রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি সন্তান। সিনেমার ট্রেলার ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে দর্শকমহলে। চলছে শেষ মুহূর্তের প্রচারকার্য। ব্যারাকপুরের একটি বৃদ্ধাশ্রমে সম্প্রতি ছবির প্রচারে এসে সেখানে একা থাকা কিছু মা-বাবার সঙ্গে সময় কাটিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
একজন আইনজীবীর চরিত্রে সন্তানে অভিনয় করেছেন শুভশ্রী। রাজের নির্দেশনায় ইন্ডাস্ট্রির একঝাঁক তারকার সমাবেশ দেখা যাবে এই ছবিতে। ছোট পর্দার অভিনেত্রী অহনা দত্ত-কে বড় পর্দায় সুযোগ দিয়েছেন রাজ চক্রবর্তী। ছবির প্রচারে এবার খোদ রাজশ্রীর ছেলে ইউভান।
উইকএন্ডে ইউভানের একটি ছবি শেয়ার করে রাজ লিখেছেন সন্তান। ছেলের ছবির মাধ্যমেও যে সিনেমার ক্যাম্পেন করছেন সেটা ক্যাপশনে স্পষ্ট লিখে দিয়েছেন পরিচালক। সাদা টিশার্ট, নীল প্যান্ট আর গলায় মেডেল। সেই ছবি শেয়ার করেই সন্তানের প্রচার সারলেন রাজ চক্রবর্তী।
কমেন্ট বক্সে নিজেকে গর্বিত মাম্মি বলে সম্বোধন করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির প্রচারে বেজায় ব্যস্ত রাজ। সঙ্গী শুভশ্রীও। অভিনব কায়দায় ব়্যাপ গানের আদলে রাজের মুখে সন্তান সন্তান সন্তান...আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সকলের মুখে যাতে সন্তান নামটাই থাকে সেই আর্জিই করেছেন রাজ।
সিনেমার প্রচারের মাঝে দার্জিলিঙে প্রথম হিন্দি প্রজেক্টের শ্যুটিংয়ে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখান থেকেও কর্মজীবন ও ব্যক্তিগতজীবনের সুন্দর মুহূর্তগুলো সমাজমাধ্যমের পেজে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রাজশ্রী।
নাড়ির টানের সম্পর্কও উঠতে পারে কাঠগোড়ায়, এই প্রেক্ষাপটেই রাজ তৈরি করেছেন নতুন ছবি সন্তান। ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় অহনা, বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তী, মায়ের ভূমিকায় অনসূয়া মজুমদার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে টলিপাড়ার পরিচিত মুখের সমাহার।