আল্লু অর্জুনের গ্রেফতারি প্রসঙ্গে নানা চর্চা। ছবি রিলিজ করে, সাফল্যের মুখ দেখেও শান্তি নেই। বরং সন্ধ্যা থিয়েটারের কেসে দিব্যি ফেঁসেছেন সাউথ তারকা। তাঁর ছবি পুষ্পা ২, নিজের মতো করে এগিয়ে চলেছে, কিন্তু আল্লুর জীবনে অশান্তির রেশ ক্রমশই বাড়ছে। দক্ষিণের তারকার জন্য যা চলছে...
পুষ্পা ২ প্রায় ১৬০০ কোটির পথে। বক্স অফিস তছনছ করে দিয়েছে এই ছবি। এবছরের সবথেকে উপার্জিত ছবি হিসেবে জায়গা করে নিয়েছে আল্লু অর্জুনের এই ছবি। কিন্তু, সেদিন সন্ধ্যা থিয়েটারের ঘটনা যেন মারাত্মক বিতর্ক উস্কে দিয়েছে। এবং জানা যাচ্ছে আজ, অভিনেতার মানসিক এবং অন্যান্য শান্তির উদ্দেশ্যেই তেলেগু এবং দক্ষিণ ইন্ডাস্ট্রির বড় মুখরা হাজির হয়েছিলেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর কাছে।
আল্লু ছাড়া পাওয়ার পর, তাঁর বাড়িতে গিয়েছিলেন অনেক তারকাই। তাঁর মধ্যে রানা দাগ্গুবাতি, ভেঙ্কটেশ, নাগার্জুন অন্যতম। আর আজ তাঁদের অনেকেই গিয়েছিলেন রেবনাথ রেড্ডির কাছে। উদ্দেশ্য ছিল তেলেগু ছবি নিয়ে নানা আলোচনা। তারকাদের মধ্যে যারা গিয়েছিলেন, সেখানে ছিলেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ নিজেও। আর একথা অজানা নয়, কিছুদিন আগেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তারকাদের কান্ড কারখানার কটাক্ষ করে বলেছিলেন, একটা পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করা উচিত।
আরও পড়ুন - Arjun-Malaika Breakup: অযাচিত চর্চা করছেন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে? অর্জুনের নীতি প্রসঙ্গেই প্রশ্ন তুললেন মালাইকা?
এবং এখানেই শেষ না। সরকার ঘোষণা করেছিলেন, তাঁরা কোনমতেই টিকিটের দাম বাড়ানোর অনুমতি দেবেন না। আজকের যে মিটিং আয়োজন করা হয়েছিল, সেখানে থাকার কথা ছিল অভিনেতার পরিবারের অনেকেরই। এমনকি পুষ্পা ২ ছবির প্রযোজক নবীন ইয়েরনেনি এবং রবি শঙ্কর থেকে বরুণ তেজ, শিবা বালাজি এছাড়াও আরও অনেকেই হাজির ছিলেন। জল্পনা এমনিই আল্লু অরবিন্দর উপস্থিতি হয়তো বা অর্জুনের বিরুদ্ধে ওঠা অভিযোগের কিছুটা সুরাহা করবে।
এখানেই শেষ না। শোনা যাচ্ছে মৃতার ছেলে যিনি হাসপাতালে প্রতিনিয়ত লড়াই করছেন তাঁর উদ্দেশ্যে ২ কোটি টাকা পাঠানো হয়েছে। আল্লু অর্জুন ১ কোটি টাকা দিয়েছেন এছাড়াও প্রযোজনা সংস্থা এবং পরিচালক সুকুমারের তরফে ১ কোটি টাকা পাঠানো হয়েছে। যেহেতু কিছু আইনি জট রয়েছে তাই তাঁরা সরাসরি দেখা করতে না পারলেও, চেক তুলে দেওয়া হয়েছে।