Amaal Malik: বিরল সমস্যায় ভুগছেন সুরকার? বিগ বসের ঘরেই শরীর নিয়ে বড় খবর দিলেন আমাল

কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন নিজের প্রেমের প্রসঙ্গে। ধর্মের কারণে যে তাঁকে প্রত্যাখিত হতে হয়েছিল, একথাও জানান তিনি। এমনকি, সঙ্গে সঙ্গে এও বলেন সেই মানুষটিকে নিয়ে ভীষণ আশাবাদী তিনি।

কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন নিজের প্রেমের প্রসঙ্গে। ধর্মের কারণে যে তাঁকে প্রত্যাখিত হতে হয়েছিল, একথাও জানান তিনি। এমনকি, সঙ্গে সঙ্গে এও বলেন সেই মানুষটিকে নিয়ে ভীষণ আশাবাদী তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amal

যা শোনালেন তিনি...

 বিগ বসের ঘরে আমাল মালিক যা নয়ন তাই করছেন। তিনি যেন আলোড়ন সৃষ্টি করেছেন। একের পর এক এমন কাণ্ড করছেন যেন তিনি আলোচনার বিষয় হয়ে উঠছেন। তবে, বেশ ভালবাসাও পাচ্ছেন। এবং বেশ আদরের হয়ে উঠছেন। অনেকেই প্রতিযোগী হিসেবে তাঁকে বেশ পছন্দ করছেন। আমাল মালিক কিন্তু নিজের আসল রূপ দেখাচ্ছেন এই শোয়ে। তবে তাঁর সঙ্গে সঙ্গে নিজের নানা সমস্যার কোথাও উল্লেখ করছেন তিনি। 

Advertisment

কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন নিজের প্রেমের প্রসঙ্গে। ধর্মের কারণে যে তাঁকে প্রত্যাখিত হতে হয়েছিল, একথাও জানান তিনি। এমনকি, সঙ্গে সঙ্গে এও বলেন সেই মানুষটিকে নিয়ে ভীষণ আশাবাদী তিনি। সেকারণেই বিগ বসের মঞ্চে আবারও তাঁকে ভালবাসার কথা জানালেন। কিন্তু, এর পাশাপাশি, নিজের শারীরিক অবস্থার কথাও উল্লেখ করেন তিনি। আমাল কি তবে গুরুতর কোনও সমস্যায় ভুগছেন? নিজেই সেই প্রসঙ্গে জানিয়েছেন সুরকার। 

Shailendra: 'একসময় পায়ের কাছে', মাত্র ৪৩-এ সব শেষ, কিংবদন্তি পরিচালকের জন্যই অকালে প্রাণ যায় গীতিকারের?

Advertisment

অল্প বয়সেই তিনি শুরু করেন সঙ্গীত পরিচালনা এবং গান গাওয়া। কিন্তু, নানা সময় শারীরিক সমস্যা ঘিরে ধরেছিল তাঁকে। আর এই নিয়েই এবার বলতে শোনা গেল তাঁকে। স্লিপ অ্যাপনিয়া আছে তাঁর। এটি এমন এক সমস্যা, যেখানে ঘুমের সময় বারবার শ্বাস বন্ধ হয়ে যায় এবং আবার নতুন করে শুরু হয়। এর ফলে শরীরে অক্সিজেনের মাত্রা হ্রাস পায়। এই সমস্যার সমাধানে আমাল ব্যবহার করেন একটি সিপিএপি (কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার) মেশিন। এটি একটি মুখোশের মাধ্যমে নিয়মিত বায়ুচাপ সরবরাহ করে, যা ঘুমের সময় শ্বাসনালী খোলা রাখতে সাহায্য করে। অনুষ্ঠানের এক এপিসোডে তাকে ঘুমের মধ্যে এই মেশিন ব্যবহার করতে দেখা গিয়েছিল।

নিজের স্লিপ অ্যাপনিয়া প্রসঙ্গে আমাল খোলাখুলিভাবে বলেন, “আমার ঘুমের সমস্যা আছে, তাই হয়তো লোকজনকে আমার নাক ডাকার সমস্যার সাথে মানিয়ে নিতে হবে। আমি মনে করি, এটা হয়েছে কারণ আমি খুব দ্রুত সাফল্য পেয়েছিলাম। মাত্র ২৪ বছর বয়সে এতটা সাফল্য পাওয়া সহজ ছিল না। হয়তো সেই কারণেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি কিছুটা গতি কমিয়ে দিয়েছি। তাই ভাবলাম, কেন এই শো-টিকে ব্যবহার করে সেই মানুষদের সাথে সংযোগ স্থাপন করব না, যারা গত দশ বছর ধরে আমাকে ভালোবাসছেন? তারা আমার গান জানে, কিন্তু গানগুলোর পেছনের মানুষটিকে চেনে না।" 

তিনি আরও যোগ করেন, “আমি চাই তারা আসল আমালকে চিনুক। যে মানুষটি কেবল কিছু কথা বা টুইটের কারণে শিরোনামে এসেছিল সে নয়। আসল আমালও আছে, আর আমি এবার সেই মানুষটিকেই দেখাতে চাই।”

Bollywood Lyricist bollywood Amaal Malik