শাহরুখ খানের সঙ্গে শুটিং করবেন অম্বরীশ ভট্টাচার্য

ইচ্ছা পূর্ণ হতে চলেছে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের। তবে কোনো ছবি নয়। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য শাহরুখ খানের সঙ্গে কাজ করার কথা তাঁর। এরআগে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন তিনি।

ইচ্ছা পূর্ণ হতে চলেছে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের। তবে কোনো ছবি নয়। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য শাহরুখ খানের সঙ্গে কাজ করার কথা তাঁর। এরআগে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এবার শাহরুখের সঙ্গে কাজ করবেন অম্বরীশ।

সব অভিনেতা বা অভিনেত্রীরই বাসনা থাকে বলিউড বাদশার সঙ্গে অভিনয় করার। সেই ইচ্ছাই পূর্ণ হতে চলেছে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের। তবে কোনো ছবি নয়। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই শাহরুখ খানের সঙ্গে কাজ করার কথা তাঁর। অনলাইন রিটেল স্টোরের এই বিজ্ঞাপনটিও পরিচালনা করছেন পরিচালক প্রদীপ সরকার। এরআগে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন তিনি। এর আগে প্রদীপ সরকারের সঙ্গে অনেক বিজ্ঞাপনেই কাজ করতে দেখা গিয়েছে অভিনেতা অম্বরীশকে। আসলে প্রদীপ সরকারের ট্রেন্ড বলে বাংলা থেকে অভিনেতাদের মুম্বই নিয়ে গিয়েছেন তিনি।

Advertisment

অম্বরীশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''এখনও তারিখ ফাইনাল হয়নি। শাহরুখ খানের সময় মতোই তা ঠিক করা হবে। মুম্বই কিংবা মালেশিয়াতে শুটিং হতে পারে''। তাহলে অম্বরীশ আসতে আসতে মুম্বইয়ে পা জমাচ্ছেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''হিন্দি বলতে পারিনা বলিউডে কাজ করব কি? ওই এক-দু মিনিটেই বিজ্ঞাপনই ঠিক আছে''।

আরও পড়ুন, বাংলা ছবিতে জুটি বাঁধছেন রোহিত রায় ও টোটা রায় চৌধুরি

Advertisment

তবে বেজায় ব্যস্ত এই অভিনেতা। সামনেই পাভেলের পরিচালনায় রয়েছে জিতের ছবি অসুরের কাজ। আর হাতে রয়েছে ইন্দ্রাশিস আর্চায্যের একটি ছবি। কাজ করবেন অমিতাভ ভট্টাচার্যের পরিচালনাতেও। চলছে প্রতীম ডি গুপ্তার ইঙ্ক ছবির কাজও। এসবের মাঝেই    দুবাই উড়ে যাচ্ছেন অভিনেতা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে বাংলা ছবির একশো বছরের জন্য অনুষ্ঠিত হচ্ছে বঙ্গ প্রবাসী মিলাপ। সেখানেই যাচ্ছেন অম্বরীশ। সামনের বছর জানুযারীতে শুটিং হতে পারে শাহরুখ খানের এই বিজ্ঞাপনের।