/indian-express-bangla/media/media_files/2025/09/19/ameesha-2025-09-19-10-50-23.jpg)
কী বলছেন আমিশা?
বলিউডে 'কহো না... প্যায়ার হ্যায়' এবং 'গদর'- এর সাফল্যের পর রাতারাতি তারকাখ্যাতি পান অভিনেত্রী আমিশা প্যাটেল। মাত্র এক বছরের ব্যবধানে তাঁর দুটি ব্লকবাস্টার মুক্তি পেয়ে তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। তবে ব্যক্তিগত জীবনে তিনি এখনও অবিবাহিত। যদিও জীবনের পথে একাধিক সম্পর্কে জড়িয়েছেন, কখনও বিয়ের সিদ্ধান্ত নেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানালেন কেন এতদিন সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
রণবীর আল্লাবাদিয়ার পডকাস্টে আমিশা বলেন, বিয়ে কখনই তাঁর জীবনের লক্ষ্য ছিল না। বরং তিনি নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন। তাঁর কথায়, "আমি স্কুলে কখনও ছেলেদের পিছনে ছুটিনি, বরং তারাই আমার পেছনে এসেছে। ক্যারিয়ার শুরু করার পর অসংখ্য প্রস্তাব পেয়েছি, এখনও পাই। কিন্তু যাদের সঙ্গে দেখা হয়েছে, তাঁদের অনেকেই চাইতেন আমি ঘরে বসে থাকি, কাজ ছেড়ে দিই। সেটা আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। আমি প্রথমে আমিশা প্যাটেল হতে চেয়েছিলাম। আমি এতদিন অন্যের মেয়ে হয়ে থেকেছি, প্রাপ্তবয়স্ক জীবনটা শুধু কারও স্ত্রী হিসেবে কাটাতে চাইনি।”
Rekha: মজা দেখানোর নামে এই? শাবানার বাড়ির দরজা খোলা পেয়েই মোক্ষম কাণ্ড করেন রেখা, 'আমি প্রমাণ করতে..'
অভিনেত্রী আরও জানান, ক্যারিয়ারকে অগ্রাধিকার দিতে গিয়ে কিছু ভুলও করেছেন। বলিউডে আসার আগেই তাঁর জীবনে একটি বড় সম্পর্ক ছিল। দক্ষিণ মুম্বাইয়ের একটি প্রভাবশালী শিল্প পরিবার থেকে আসা সেই ব্যক্তি, আমিশার সঙ্গে সব দিক থেকেই মানানসই ছিলেন। কিন্তু সিনেমায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কারণ তাঁর সঙ্গী, লোকনজরে-প্রকাশ্যে আসা পছন্দ করতেন না। শেষ পর্যন্ত ভালোবাসার বদলে ক্যারিয়ারকেই বেছে নিয়েছিলেন আমিশা।
মন খারাপ ও নানা অভিজ্ঞতার পরও বিয়ের ব্যাপারে আশাবাদী অভিনেত্রী বলেন, “আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। যোগ্য কাউকে পেলে অবশ্যই বিয়ে করব। আজও অনেক সমৃদ্ধ পরিবার থেকে প্রস্তাব আসে, এমনকি আমার অর্ধেক বয়সী ছেলেরাও ডেট করতে চায়। বয়স বড় ব্যাপার নয়, মানসিক পরিপক্বতাই আসল। অনেক বড় বয়সী মানুষকেও দেখেছি যাদের আইকিউ একেবারেই কম।”