Rekha: মজা দেখানোর নামে এই? শাবানার বাড়ির দরজা খোলা পেয়েই মোক্ষম কাণ্ড করেন রেখা, 'আমি প্রমাণ করতে..'

সম্প্রতি এক সাহিত্য আসরে মেটাফোর লিটফেস্টে শাবানার স্বামী, খ্যাতনামা কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার তাঁদের বাড়ি নিয়ে এক চমকপ্রদ গল্প সকলের সঙ্গে শেয়ার করেন।

সম্প্রতি এক সাহিত্য আসরে মেটাফোর লিটফেস্টে শাবানার স্বামী, খ্যাতনামা কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার তাঁদের বাড়ি নিয়ে এক চমকপ্রদ গল্প সকলের সঙ্গে শেয়ার করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kaifi-Azmi-Shabana-Azmi-Javed-Akhtar-Rekha

যা করেছিলেন রেখা...

ভারতের অন্যতম দক্ষ অভিনেত্রী শাবানা আজমি শুধু নিজের অভিনয় প্রতিভার জন্যই নয়, বরং একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবারে জন্মানোর কারণেও বিশেষভাবে পরিচিত। তাঁর বাবা কাইফি আজমি ছিলেন কিংবদন্তি উর্দু কবি, আর মা শওকত কাইফি ছিলেন প্রখ্যাত নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী। রাজনৈতিকভাবে তীব্র পরিবেশে বেড়ে ওঠেন শাবানা। শৈশব ছিল বাবা-মায়ের আদর্শ ও কমিউনিজমের প্রতি সীমাবদ্ধ। 

Advertisment

সম্প্রতি এক সাহিত্য আসরে মেটাফোর লিটফেস্টে শাবানার স্বামী, খ্যাতনামা কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার তাঁদের বাড়ি নিয়ে এক চমকপ্রদ গল্প সকলের সঙ্গে শেয়ার করেন। তিনি বলেন- “ওদের বাড়িটা ছিল সত্যিই আলাদা। মুম্বইয়ের অধিকাংশ বাড়ির দরজায় পিপহোল থাকে, যাতে আগে দেখা যায় কে কড়া নাড়ছে। কিন্তু শাবানাদের বাড়ির দরজা কখনোই বন্ধ থাকত না। প্রধান দরজাতেও তালাবদ্ধ করা যেত না। যে কেউ, যে কোনো সময় ভেতরে ঢুকে পড়তে পারত।"

কাইফি সাহেবের বিশ্বাস ছিল, আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। ফলে দিনভর এখানে আসর বসত, কবি-সাহিত্যিকদের আসা–যাওয়া লেগেই থাকত।” এই প্রসঙ্গে জাভেদ রেখাকে নিয়ে একটি মজার ঘটনার কথাও শোনান। একদিন অভিনেত্রী রেখা হঠাৎই বাড়িতে এসে দেখেন, বাড়িতে কেউ নেই, একটা লোকের উপস্থিতি নেই, অথচ দরজা খোলা। তবে, রেখা যা করেছিলেন তা সারাজীবন তিনি মনে রাখবেন। জাভেদ বলেন...  

Advertisment

Hooliganism - Pujaar Gaan: বৃহত্তর বাংলার গান গাইল হুলিগানিজম, পুজোর সুরে নতুনত্ব কী তুলে ধরল অনির্বাণের দল?

"তিনি ভেতরে ঢুকে একটি ক্যাসেট প্লেয়ার নিয়ে চলে যান। পরে শাবানাকে ফোন করে মজা করে জানান, “আমি তোমার বাড়ি গিয়েছিলাম। ভেতরে কেউ ছিল না, দরজা খোলা ছিল, তাই আমি তোমার ক্যাসেট প্লেয়ার নিয়ে এলাম- এভাবেই প্রমাণ করতে চেয়েছি দরজা খোলা রাখা সব সময় ভালো নয়।" 

মুম্বই শহরে এমন উন্মুক্ত, অতিথিপরায়ণ বাড়ি আর কোনো পরিবারে দেখা যেত না। সেই কারণেই কাইফি আজমির কটেজ আজও এক অনন্য স্মৃতিচিহ্ন হয়ে রয়েছে। উল্লেখ্য, শাবানা আজমি ও রেখা একসঙ্গে এক হি ভুল (1981) এবং রাস্তা পেয়ার কে (1982)-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন।

Shabana Azmi Rekha Entertainment News Entertainment News Today