তিরিশ পেরনোর আগেই বলিউডে তাঁর পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছিলেন। এবছর ভিকি কৌশলের বয়স হল ৩২। লকডাউনের মধ্যেই ১৬ মে তাঁর জন্মদিন পালন করবেন ভিকি। কীভাবে হবে উদযাপন তা জানালেন সংবাদমাধ্যমকে। পাশাপাশি তাঁর ছোটবেলার জন্মদিনগুলি কেমন কাটত, সেই প্রসঙ্গে উঠে এল সেই সময়ের স্মৃতি।
অনেকেই জন্মদিন ধুমধাম করে কাটাতে ভালবাসেন। হয়তো লকডাউন না থাকলে ভিকির জন্মদিনেও হাজির হতেন তাঁর বন্ধুরা। কিন্তু এবছর একেবারেই চুপচাপ নিজের পরিবারের সদস্যদের সঙ্গেই হবে জন্মদিন পালন। মুম্বই মিরর-কে তিনি বলেন, আমি কোনওদিন ভাবতেই পারিনি যে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ব যেখানে সবকিছু এভাবে থমকে যাবে।
আরও পড়ুন, স্টার জলসা-র পর্দায় ফিরছে যিশু সেনগুপ্তের ‘মহাপ্রভু’, আগামী সপ্তাহেই
তবে ছোটবেলায় তাঁর জন্মদিনগুলো বেশ ছিমছামই হতো, তেমন হইচই ছিল না, এমনটাই জানিয়েছেন ভিকি। তিনি বলেন, ''তখন সেলফোন ছিল না, সেলফি তোলার হিড়িক ছিল না। গোটা ইভেন্টটা রেকর্ডও হতো না আর বন্ধুরা সবাই সেই রেকর্ডিং পোস্ট করার জন্য চাপও দিত না। শুধু বন্ধুদের সঙ্গে সময় কাটানো, মজা এইসব। ছোটবেলার সেই ছিমছাম দিনগুলো আমার কাছে খুব স্পেশাল।''
লকডাউনে এবছর বন্ধুরা বাদ, জন্মদিন পালনে শুধুই বাড়ির সবাই। তবে বাড়িতে থাকা নিয়ে তেমন কোনও অভিযোগ নেই ভিকির-- ''যাঁরা বাড়ি থেকে অনেক দূরে বা যাঁদের আদৌ বাড়ি বলে কিছু নেই, তাঁরা কীভাবে দিন কাটাচ্ছেন দেখুন। যাঁরা এই অতিমারীর বিরুদ্ধে একদম সামনের ফ্রন্টে থেকে লড়াই করছেন, তাঁদের কথাও ভাবুন। আমরা বাড়িতে থেকে বরং চেষ্টা করতে পারি যাতে আক্রান্তের সংখ্যাটা কমে।''
ভিকির বেশ কয়েকটি ছবির কাজ পিছিয়ে গিয়েছে লকডাউনের জেরে। যেমন এই বছর মে মাস থেকে শুরু হওয়ার কথা ছিল তখত-এর শুটিং যা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। আবার থমকে রয়েছে সুজিত সরকার পরিচালিত সর্দার উধম সিংয়ের বায়োপিকের পোস্ট প্রোডাকশনের কাজও। এছাড়া মেঘনা গুলজারের স্যাম ও আদিত্য ধরের দ্য ইমোর্টাল অশ্বত্থামা ছবি দুটিও রয়েছে পাইপলাইনে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন