৪৩ বছর আগে মা-বাবা ঋষি কাপুর ও নীতু সিং ঠিক যেদিন বাগদান পর্ব সেরেছিলেন, সেই দিনেই শুরু হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান। ছেলে রণবীরের বিয়ের গুঞ্জনে যখন তোলপাড় বলি-পাড়া, বুধবার সকালে তার মাঝেই মা নীতু ইনস্টাগ্রামে নিজের বাগদান পর্বের ছবি শেয়ার করলেন। ১৯৭৯ সালের ১৩ এপ্রিল নীতুর আঙুলে আংটি পরিয়ে দিয়েছিলেন ঋষি কাপুর। আর এইদিনেই রণবীর-আলিয়া জীবনের নতুন পথ চলা শুরু করবেন।
Advertisment
সাদাকালো ফ্রেমে দেখা গেল ঋষি গলায় বরমালা। পাশেই মাথা নিচু করে বসে নীতু সিং। মন দিয়ে প্রেমিকের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন। তাঁদের বাগদান পর্বের ছবি দেখে ইন্ডাস্ট্রির তারকারাও স্মৃতিমেদুর হয়ে ভালবাসা জানিয়েছেন। তবে ঋষি-নীতুর বাদদানের নেপথ্যে একটা মজার ঘটনা রয়েছে।
কী ঘটেছিল? বোন রিতু নন্দা হঠাৎ-ই ঋষিকে ডেকে পাঠান দিল্লিতে। বলেন, কারও এক এনগেজমেন্ট পার্টিতে তাঁকে উপস্থিত থাকতে হবে। খানিক ছলচাতুরি করেই এই প্ল্যান কষেছিলেন রিতু, কারণ ভাই ঋষি তখন নীতুর সঙ্গে বিয়ে করার জন্য একপ্রকার প্রস্তুত ছিলেন না। ভায়ের এই দোনামনা দেখে, রিতুই দিল্লিতে তাঁর শ্বশুরবাড়িতে বাগদানের আয়োজন করে ফেলেন। আর গোটা বিষয়টা এতটাই চুপে-চাপে সারেন যে কাকপক্ষীও টের পায়নি! এই প্ল্যানে তাঁকে সাহায্য করেছিলেন ভাই ঋষির-ই দুই বন্ধু- গোগি (পরিচালক রমেশ বহেলে) ও রবি মালহোত্রা (করণ মালহোত্রার বাবা)।