/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/SRK.jpg)
'জওয়ান'-এর সেট থেকে ভাইরাল শাহরুখ খানের ছবি
গোটা মুখে বাঁধা ব্যন্ডেজ। ধুলোয় মলিন হয়েছে আটোসাঁটো ব্যান্ডেজের সাদা রং। ফাঁক থেকে উঁকি দিচ্ছে শুধু চোখ… 'জওয়ান' সিনেমার শুট থেকে ভাইরাল হল শাহরুখ খানের এমনই একটি ছবি। যা দেখে তোলপাড় নেটপাড়া। ৪ বছর বিরতির পর প্রত্যাবর্তন করেও অপ্রতিরোধ্য শাহরুখ খান।
একদিকে বক্সঅফিসে দৌঁড়চ্ছে 'পাঠান'। একের পর এক রেকর্ড ভাঙছে। মাত্র ৭ দিনেই ৬৩৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে গোটা বিশ্বে। হিন্দি সিনেমার ইতিহাসে যা কিনা রেকর্ড ব্যবসা। আগামী ২ সপ্তাহে এই সিনেমা আরও রমরমিয়ে ব্যবসা করবে বলেই আশা করছেন সিনে বাণিজ্য বিশ্লেষকরা। এসবের মাঝেই ভাইরাল হল 'জওয়ান' সিনেমার শুট থেকে শাহরুখ খানের ছবি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/SRK1.jpg)
<আরও পড়ুন: ‘হিন্দু সংগঠনগুলোকে নগ্ন করে ছেড়ে দিল ‘পাঠান’..’, বিস্ফোরক অনুরাগ কাশ্যপ>
আত্মতুষ্টির জায়গাই নেই। একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর পরবর্তী সিনেমার কাজে লেগে গিয়েছেন কিং খান! যা দেখে কিনা ভক্তরাও উচ্ছ্বসিত। ৫৭ বছর বয়সেও তিনি দেখিয়ে দিলেন যে, পর্দা থেকে দূরে থাকলেও তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা বিন্দুমাত্র কমেনি। ২০১৮ সালে 'জিরো' সিনেমা বক্সঅফিসে তেমন চলেনি। তারপর বছর চারেক বিরতিতে থাকাকালীন কম কটাক্ষ শুনতে হয়নি কিং খানকে। তবে পাঠান দিয়ে যেন একেবারে রাজার মতোই ফিরলেন।
২৫ জানুয়ারি রিলিজ করেছে 'পাঠান'। যা দেশে-বিদেশে রমরমিয়ে চলছে। আমির খান, সলমন খানের সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে এই ছবি। অতিমারী উত্তর পর্বে দক্ষিণী সিনেমার সুপারহিট বাজারে একাই বলিউডের হাল ফেরালেন বাদশা। আর একটা সিনেমা সুপাহিট দেওয়ার পর এবার পরবর্তী ছবি 'জওয়ান'-এর কাজে লেগে পড়েছেন। বিশ্রাম শব্দের অস্তিত্বই নেই তাঁর অভিধানে। যে সিনেমা রিলিজ করবে চলতি বছরেরেই ২ জুন। 'জওয়ান'-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করেছেন নয়নতারা, সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।