OTT Apps Ban: সফট পর্ণ-সাইট নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, কড়া জবাবে ALTT-র যৌনগন্ধী কন্টেন্টের দায় এড়ালেন একতা?

তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিভিন্ন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় ২৫টি ওটিটি প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারির। এর মধ্যে রয়েছে — ALTT, ULLU, DesiFlix, BigShots App, Gulaab App, HotX VIP, MujhFlix।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিভিন্ন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় ২৫টি ওটিটি প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারির। এর মধ্যে রয়েছে — ALTT, ULLU, DesiFlix, BigShots App, Gulaab App, HotX VIP, MujhFlix।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Amid the government ban on ALTT for obscene and vulgar content, Ekta Kapoor clarified her absence from it

সত্যিই দায় এড়ালেন একতা?

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ALTBalaji, ULLU, DesiFlix-সহ ২৫টি ওটিটি অ্যাপ ও ওয়েবসাইটের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট হোস্ট করার অভিযোগে। এই ঘটনার প্রেক্ষিতে, প্রযোজক একতা কাপুর নিজেকে এবং তাঁর মা শোভা কাপুরকে ALTBalaji বা বর্তমানের ALTT থেকে আলাদা রাখার বিষয়ে একটি স্পষ্ট ও কড়া বিবৃতি দিয়েছেন।

Advertisment

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে একতা কাপুর জানিয়েছেন, “ALTT-এর সাথে এখন আমার বা আমার মায়ের কোনও সংযোগ নেই। আমরা দুজনেই ২০২১ সালের জুনে প্ল্যাটফর্মের দায়িত্ব থেকে সরে এসেছি। সুতরাং বর্তমানে ALTT-এর কোনো সিদ্ধান্ত বা পরিচালনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।” তিনি আরও বলেন, “যে কোনও ভ্রান্ত প্রচার বা প্ররোচনাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং অনুরোধ করছি, সংবাদমাধ্যম যেন সঠিক তথ্য প্রকাশ করে। বালাজি টেলিফিল্মস লিমিটেড সবসময় আইন মেনে এবং কর্পোরেট শৃঙ্খলা বজায় রেখেই কাজ করে আসছে।”

Sridevi: হামেশাই ব্ল্যাকআউট হয়ে যেতেন, ভেঙে ফেলেছিলেন দাঁত-ও! অভিনেত্রী ভয়ঙ্কর শারীরিক সমস্যায় ভুগতেন..

Advertisment

আগে ফায়ে ডি’সুজার সঙ্গে কথোপকথনে একতা কাপুর ALTBalaji চালানোর অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। তখন তিনি বলেছিলেন- "প্রতিদিন এক নতুন মানুষ আমাকে অপমান করত। আমি যে কনটেন্ট তৈরি করছিলাম, তার উদ্দেশ্য ছিল প্রগতিশীল আলোকে বিষয়বস্তু তুলে ধরা। কেউ বলত, আপনি মেয়েদের শাড়ি পরতে বাধ্য করছেন, এটা পশ্চাদমুখী। আমি বলতাম- না, এটা সমানভাবে প্রগতিশীল। শাড়ি পরা মেয়েদেরও সম্মান জানানো উচিত, যেমনটা আপনি অন্যদের দেন।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিভিন্ন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় ২৫টি ওটিটি প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারির। এর মধ্যে রয়েছে — ALTT, ULLU, DesiFlix, BigShots App, Gulaab App, HotX VIP, MujhFlix।

এই প্ল্যাটফর্মগুলোকে আইটি আইন ২০০০ এবং আইটি বিধি ২০২১ এর আওতায় ব্লক করা হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, “এই অ্যাপে থাকা কনটেন্টে যৌন ইঙ্গিতপূর্ণ। স্পষ্ট দৃশ্য রয়েছে, যা গল্প বা সামাজিক বার্তার অভাবে শুধুই অশ্লীলতায় ভরপুর।" প্রশাসন জানায়, গত সেপ্টেম্বরেই এই ধরনের কনটেন্ট বন্ধের জন্য সতর্কবার্তা পাঠানো হয়েছিল, কিন্তু বেশিরভাগ প্ল্যাটফর্ম সেই সতর্কতা উপেক্ষা করেছে। কেউ কেউ ২০২৪ সালের মার্চ মাসে নতুন ডোমেইনের মাধ্যমে আবার নিষিদ্ধ কনটেন্ট প্রচার শুরু করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR)-এর একাধিক অভিযোগ এবং জনমত বিবেচনায় নিয়েই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

bollywood ekta kapoor Entertainment News Entertainment News Today