/indian-express-bangla/media/media_files/2025/10/03/zubeen-2025-10-03-11-22-59.jpg)
আর কাদের গ্রেফতার করা হল?
প্রখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় আসাম পুলিশ গ্রেপ্তার করেছে শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে। মামলায় খুনের অভিযোগও যুক্ত করা হয়েছে। ৫২ বছর বয়সী গর্গ ১৯ সেপ্টেম্বর, সিঙ্গাপুরে একটি ইয়ট আউটিংয়ের সময়, সাঁতার কাটাকালীন অচেতন হয়ে পড়েন। পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, মহন্ত ও শর্মা তখন গর্গের সঙ্গে, উৎসবের জন্য সিঙ্গাপুরেই ছিলেন এবং ইয়ট আউটিংয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। গত কয়েকদিন ধরে এসআইটি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল। গর্গের মৃত্যুর পর আসামে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। আয়োজক ও তাদের আশেপাশের ব্যক্তিদের অবহেলার অভিযোগে রাজ্য জুড়ে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর সিআইডি ফৌজদারি ষড়যন্ত্র, অপরাধমূলক হত্যাকাণ্ড এবং অবহেলার কারণে মৃত্যুর একটি মামলা দায়ের করে।
Zubeen Garg Death: ‘ডুবে যাওয়া’ না খুন? জুবিন গর্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর মোড়
মহন্ত ও শর্মাকে যথাক্রমে দিল্লি বিমানবন্দর ও গুরগাঁও বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে বুধবার সকালে গুয়াহাটিতে আনা হয়। এরপর তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এসআইটি তদন্ত চালাচ্ছে। তবে আরও ২-কে গ্রেফতার করা হয়েছে। জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় সঙ্গীতশিল্পী শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্তকে গ্রেফতার করেছে অসম পুলিশ। সিআইটির প্রধান, বিশেষ ডিজিপি এম পি গুপ্তা বলেছেন, "বিএনএস ধারার ১০৩ ধারা এই মামলায় যুক্ত করা হয়েছে। গতকাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তবে এ বিষয়ে আরও কিছু বলা যায় না।"
সিঙ্গাপুর কর্তৃপক্ষ মৃত্যুর কারণ হিসেবে ‘ডুবে যাওয়া’ উল্লেখ করেছে। দেশীয় তদন্তের জন্য সিঙ্গাপুরের ময়নাতদন্ত রিপোর্ট ভারতীয় হাই কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। গুপ্তা জানিয়েছেন, জোরহাট থেকে গুয়াহাটিতে ফিরিয়ে আনার পরে রিপোর্টটি গর্গের পরিবারকে প্রদান করা হবে। সিঙ্গাপুরভিত্তিক স্ট্রেইটস টাইমস জানিয়েছে, পুলিশ গায়কের মৃত্যুর ঘটনায় ‘খারাপ খেলার সম্ভাবনা’ অস্বীকার করেছে।