মন কি বাতের ১০০ পর্ব উপলক্ষে বিরাট আয়োজন দিল্লিতে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ন অনুষ্ঠান। তাতে উপস্থিত ছিলেন তারকাদের অনেকেই। প্রসঙ্গে আমির খান বলেন, এর মাধ্যমেই প্রধানমন্ত্রী ভারতের জনগণের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপন করেছেন।
আগামী ৩০ তারিখ সম্প্রচারিত হবে মন কি বাতের ১০০তম পর্ব। দেশের মানুষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। রাজনৈতিক ব্যক্তিত্বদের তরফেও এটি এক বিরাট প্রয়াস বলেই দাবি করছেন আমির খান। আমির সংবাদমাধ্যমে বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ন দেশের রাজনৈতিক নেতাদের মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। বিভিন্ন বিষয়ে আলোচনা করা, শুধু তাই নয়! নিজেদের ভাবনা চিন্তার আদান প্রদান খুবই দরকারি।
আরও পড়ুন < দিদি শাহিনকে ২টি ফ্ল্যাট উপহার আলিয়ার! নিজেও কিনলেন ৩৮ কোটির অ্যাপার্টমেন্ট >
মন কি বাত এর একেকটি পর্বে নানা বিষয়ে আলোচনা করে থাকেন নরেন্দ্র মোদী। তাঁর নিজস্ব ভাবনা চিন্তার ধারণাও দিয়ে থাকেন তিনি। আমিরের কথায়, এই অনুষ্ঠানের মাধ্যমে, প্রধানমন্ত্রী এক নিদারুণ যোগাযোগ স্থাপন করেছেন। দেশের ভবিষ্যত, তাঁকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সাধারণ মানুষের সহযোগিতা সবকিছুই খুব স্পষ্টভাবে ব্যক্ত করেন তিনি। এই ধরনের গুরুত্বপূর্ন কথোপকথন খুব দরকার।
মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশের যুব সমাজকেওর উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। কিভাবে মানুষের মতামত নিলে সুবিধা কিংবা সেই অনুযায়ী দেশের উন্নতির নানা দিক উন্মোচনের কথা চিন্তা করেন তিনি। আমির বললেন, উনি যেভাবে এই কাজটি সফল করছেন সেটি প্রশংসার যোগ্য।