Advertisment
Presenting Partner
Desktop GIF

বাবাকে শ্রদ্ধার্ঘ্য, কিশোরের জন্মদিনে নয়া চমক নিয়ে আসছেন ছেলে অমিত কুমার

বাবার জন্মদিন নিয়ে কী প্ল্যান অমিত কুমারের? ফাঁস করলেন সেকথা।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Kumar, Kishore Kumar, Kishore Kumar birthday, কিশোর কুমার, অমিত কুমার, bengali news today

কিশোরের জন্মদিনে নয়া চমক নিয়ে আসছেন ছেলে অমিত কুমার

৪ আগস্ট কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের (Kishore Kumar) ৯২ তম জন্মবার্ষিকী। অভিনেতা, গায়ক, পরিচালক, প্রযোজক, গীতিকার, সুরকার নানা ভূমিকায় তিনি আজও স্মরণীয়, আজও চির কিশোর। পুত্র অমিত কুমারকে (Amit Kumar) চলচ্চিত্র জগতে আনেন অভিনয়ের সূত্রে 'দূর গগন কি ছাঁও মে' ছবিতে।পরে গানে প্রথমবার নিয়ে আসেন 'দূর কা রাহি' ছবিতে। 'ম্যাঁয় এক পন্ছি মতওয়ালা রে' এই গান অমিত যখন রেকর্ড করেন তখন তার বয়স মাত্র তেরো বছর। সময় অনেক পেড়িয়েছে। এবার কিশোর কুমারের আগামী জন্মদিনে বাবার গানের আনপ্লাগড কভার ভার্সান নিয়ে আসছেন অমিত।

Advertisment

মাঝে নিজের পপুলার হিন্দি ছবির কভার ভার্সান সিরিজ করেছেন অমিত স্বয়ং। 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়', 'রোজ রোজ আখোঁ তলে', 'মুঝকো ইয়ে জিন্দেগি', 'ইঁয়াদ আ রহি হ্যায়'- এর মতো গানের কভার ভার্সান যথেষ্ট সফল হয়। সেই থেকেই আগস্ট মাসে বাবার জন্মদিন উপলক্ষে তাঁর গানের কভার ভার্সান নিয়ে আসার কথা ভাবলেন অমিত।

<আরও পড়ুন: ‘মনোজ বাজপেয়ী অসভ্য, নিচু মনের’! বিস্ফোরক সুনীল, ‘প্রাণায়ম করুন’, পাল্টা পরামর্শ শ্রীকান্তের>

এপ্রসঙ্গে তিনি জানান, "বাবার জন্মদিন উপলক্ষে ৪ আগস্ট আশির দশকের একটা জনপ্রিয় হিন্দি গানের আনপ্লাগড কভার ভার্সান করেছি। গানটা কি এখনই বলছি না। ওটা সাসপেন্স থাক! অনেকেই বাবার গানের অনুরোধ করেন। তাই এই গানটা করলাম। এছাড়াও এই মাসেই বাবার গান নিয়ে দুটো ম্যাশআপ কভার ভার্সান প্রকাশ পাবে। সবটাই এই বিশেষ মাসের কথা ভেবেই করা। পরে আবার আমি নিজের গানে মনোসংযোগ করব। গানটার প্রোমোতে আমরা বাবারই দেওয়া একটা সাক্ষাৎকারের অংশ ব্যবহার করেছি।"

publive-image

উল্লেখ্য, কলকাতার অ্যাড মেকার্সে রেকর্ড করা হয়েছিল এই গান। সেখানে গায়ক অমিত কুমারকে বাবা কিশোর কুমারকে নিয়ে বলতে শোনা যায়। গানটা আগামী ৪ আগস্ট অমিত কুমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে প্রকাশ পেতে চলেছে।

প্রসঙ্গত, এর আগে অমিত তাঁর বাবাকে শ্রদ্ধা নিবেদন করেছেন 'বাবা মেরে'- শীর্ষক এক বিশেষ মিউজিক ভিডিওতে। কন্যা মুক্তিকাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন বাবাকে। ইউটিউবে গানটির ভিউয়ারশিপ এক মিলিয়ন পার করেছে অন মেরিট।
এই নতুন উদ্যোগ যে নিঃসন্দেহে কিশোর অনুরাগীদের কাছে এক অনন্য পাওয়া হতে চলেছে, তা বলাই বাহুল্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Amit Kumar Kishore Kumar
Advertisment