কফিনে শুয়ে গান করছেন খোদ অমিত কুমার (Amit Kumar)। বলছেন, 'জিন্দা হুঁ ম্যাঁয়…' (Zinda Hoon Main)। প্রকাশ্যে সেই নতুন গানের মিউজিক ভিডিও। যা ইউটিউবে রিলিজ করার পর থেকেই সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।
Advertisment
লালচে আলোয় ঘেরা এক চার্চের পরিবেশে কফিন থেকে বেড়িয়ে এলেন শিল্পী। গাইলেন তাঁর নতুন গান 'জিন্দা হুঁ ম্যাঁয়'। হ্যাঁ, বয়স আসলে অমিত কুমারের কাছে একটা সংখ্যা মাত্র। মিউজিক ভিডিওতে তাঁর উপস্থিতিই সেই কথা বলে দিচ্ছে। 'সত্তরের যুবক' অমিত কুমার প্রকাশ করলেন তাঁর নতুন গান কুমার ব্রাদার্স মিউজিকের উপস্থাপনায় নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
সম্প্রতি কলকাতার এক চার্চে মিউজিক ভিডিওর শুটিং করেন অমিত কুমার। ভিডিওর শুরুতেই শিল্পীকে দেখা যায় কফিনে শুয়ে গান গাইতে- 'জিন্দা হুঁ ম্যাঁয় এক পরিন্দা হুঁ ম্যাঁয়'। গান লিখেছেন লীনা চন্দ্রভারকার, সুর দিয়েছেন অমিত স্বয়ং।
নয়া গান প্রসঙ্গে অমিত কুমার জানান, "এই প্রথম কলকাতায় শুট করলাম কুমার ব্রাদার্স মিউজিকের কোনও গান। গানটায় একটা জীবন দর্শন আছে। লীনাজির লেখায় সাধারণত এরকম কিছু বক্তব্য থাকে।" নতুন গান আর তার পাশাপাশি নতুন জেনারেশনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অমিত বললেন, "এখনকার সাউন্ড নবীন প্রজন্মের জন্য মানানসই। আমিও সময়ের সঙ্গে চলতে ভালোবাসি। কিন্তু তাতে মেলোডি, হারমোনি, গানের কথা এগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিই।"
নিজের মিউজিক লেবেল থেকে বাংলা গান করার ভবিষ্যতে কোনও পরিকল্পনা আছে কিনা সেই প্রসঙ্গেও কথা বললেন গায়ক। অমিতের উত্তর, "নিশ্চয়ই করব। আরও কিছু সাবস্ক্রাইবার বাড়ুক ইউটিউবে। এখন আরও কিছুদিন কভার ভার্সান, অরিজিনাল নিয়েই চলবে। এরপর রবীন্দ্রসঙ্গীত এর সিঙ্গেলস আর নতুন আধুনিক বাংলা গানও করার পরিকল্পনা আছে।" 'জিন্দা হুঁ ম্যাঁয়' গানটা শ্রোতাদের যে বেশ ভালো লাগছে তা এর রেসপন্স দেখেই বোঝা যাচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন