মার্কিন মুলুকেই এবারের দীপাবলি উদযাপন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra )। আর বিদেশের মাটিতে সবসময়েই দেশের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেন ‘দেশি গার্ল’। সেই প্রেক্ষিতেই লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাংলোয় দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন। যেখানে কিনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইন্ডি কালিং থেকে শুরু করে লিলি সিং-রাও। দেখা গিয়েছে জোনাস ব্রাদার্সদেরও। আর সেই পার্টিতেই ‘ওম শান্তি ওম’ (Om Shanti Om) সিনেমার গানে নেচে মঞ্চ মাতালেন দেশি গার্ল। যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
তবে নেটদুনিয়ায় প্রিয়াঙ্কার দিওয়ালি পার্টির পারফরম্যান্স নিয়ে আলোচনার আরেকটি কারণও রয়েছে। সেটা হল, শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে প্রিয়াঙ্কার সখ্যতা নেই, তা বেশ কয়েক বছর হয়ে গেল। একে-অপরের মুখোমুখিও হন না। একবার এই বিষয়ে প্রেস কনফারেন্সে প্রশ্নের সম্মুখীনও হয়েছিলেন কিং খান। তবে তৎক্ষণাৎ ঘুরিয়ে উত্তর দিয়ে সেই যাত্রায় পার পেয়েছিলেন। তবে এবার শাহরুখের সিনেমার গানেই যখন প্রিয়াঙ্কা চোপড়া নাচ করলেন, তা নজর এড়ায়নি নেটিজেনদের।
[আরও পড়ুন: ‘স্পষ্ট কথা বলে অনেক অপমানিত হয়েছি, এই পদ্মশ্রী-ই সেটার জবাব’, তোপ কঙ্গনার]
ভাইরাল ভিডিওতে নিক জোনাসকে নাচের সময় সঙ্গত দিতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। হিন্দি গান ‘দিওয়াঙ্গি’তে শুধু নিজেই নাচলেন না, বরং উপস্থিত মার্কিন মুলুকের অতিথিদেরও নাচিয়ে ছাড়লেন দেশি গার্ল। পরনে সাদা সুতোর কাজ করা বেইজ লঙের লেহেঙ্গা। মাথায় মানানসই সাদা গোলাপে পার্টির পুরো রোশনাই-ই কেড়ে নিয়েছিলেন অভিনেত্রী।
তবে শুধু শাহরুখের গানেই নয়, আরও বেশ কিছু বলিউড গানে নাচতে দেখা গেল নিক-প্রিয়াঙ্কাকে। তার মধ্যে ‘মুন্ডেয়া তু বচকে’ অন্যতম।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন