Advertisment

স্থিতিশীল অমিতাভ-অভিষেক, জরুরিকালীন চিকিৎসার এখনই প্রয়োজন নেই

অমিতাভ ও অভিষেক বচ্চন সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে আপাতত মুম্বইয়ের নানাবতী হাসপাতালের অইসোলেশনে রয়েছেন। ঐশ্বর্য ও আরাধ্যা কোভিড পজিটিভ হওয়ায় স্বেচ্ছা কোয়ারেন্টাইনে রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

৭৭ বছরের অমিতাভ এবং বছর ৪৪-এর অভিষেক বচ্চন ১১ জুলাই টুইট করে জানান কোভিড পজিটিভ হওয়ার কারণে নানাবতী হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে হাসপাতাল সূত্রে খবর, দুজনেই আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন এবং আপাতত স্থিতিশীল। এখনই জরুরিকালীন চিকিৎসার প্রয়োজন নেই। প্রাথমিকভাবে যে ওষুধগুলো দেওয়া হয়েছে তাতেই সাড়া মিলেছে। তাঁদেরকে সার্পোটিভ থেরাপি দেওয়া হচ্ছে।

Advertisment

অভিনেতাদের শারীরিক অবস্থা ঠিক রয়েছে এবং খিদেও পাচ্ছে। রবিবার ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক -ঐশ্বর্যর আট বছরের মেয়ে আরাধ্যা বচ্চনও কোভিড পজিটিভ। অভিষেক বচ্চন টুইট করে জানিয়েছেন, বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে অ্যাশ-আরাধ্যা।

আরও পড়ুন, ‘আলো ছায়া’, ‘করুণাময়ী রাণী রাসমনি’ এবং ‘কৃষ্ণকলি’র মহাসপ্তাহ

তবে অভিষেক ও অমিতাভ, চিকিতসকের পরামর্শ মেনে আপাতত হাসপাতালেই থাকবেন। অমিতাভ ও অভিষেক হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পরেই বাকি সদস্যদের কথা জানা গিয়েছে। এমনকী বিগত ১০দিনে যারাই বচ্চন পরিবারের সংস্পর্শে এসেছে তাদের প্রত্যেককে টেস্ট কারনোর অনুরোধ করেছেন শাহেনশা। তিনি টুইট করে লেখেন, ”আমি কোভিড পজিটিভ…হাসাপাতালে ভর্তি…পরিবারের সদস্য ও স্টাফেদের পরীক্ষা চলছে… রিপোর্ট আসা বাকি। যারা বিগত ১০ দিনে আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে পরীক্ষা করান।”

রবিবার তাঁদের বাংলো জনক, জলসা ও প্রতীক্ষা স্যানিটাইজ করার কাজ চলছে।বিএমসির তরফে পিটিআইকে জানানো হয়, ”বিএমসির একটি দল অমিতাভ বচ্চনের বাংলো জনক, জলসা ও প্রতীক্ষায় পৌঁছে গিয়েছে এবং একে একে প্রত্যেকটি স্যানিটাইজ করার কাজ চলছে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amitabh bachchan Abhishek Bachchan
Advertisment