Amitabh-Rekha: প্রেম না মোহ? রেখার সিঁদুরে তোলপাড় বলিউড, অমিতাভের সঙ্গে সম্পর্ক ফের রহস্যের..

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রবীণ সাংবাদিক পূজা সামন্ত এই ত্রিকোণ প্রেম নিয়ে নতুন করে আলোচনা করেন। তাঁর দাবি, অমিতাভ এবং রেখার মধ্যে একধরনের আকর্ষণ তৈরি হয়েছিল...

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রবীণ সাংবাদিক পূজা সামন্ত এই ত্রিকোণ প্রেম নিয়ে নতুন করে আলোচনা করেন। তাঁর দাবি, অমিতাভ এবং রেখার মধ্যে একধরনের আকর্ষণ তৈরি হয়েছিল...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jaya-Bachchan-and-Rekha

যা জানা গেল...

Amitabh-Rekha: বলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত ত্রিকোণ প্রেমের গল্পগুলির একটি নিঃসন্দেহে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং রেখাকে ঘিরে। সত্তর দশকে এই ত্রিভুজ কেবল গসিপ ম্যাগাজিনের পাতাই নয়, সাধারণ দর্শকের কল্পনাতেও ঝড় তুলেছিল।

Advertisment

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রবীণ সাংবাদিক পূজা সামন্ত এই ত্রিকোণ প্রেম নিয়ে নতুন করে আলোচনা করেন। তাঁর দাবি, অমিতাভ এবং রেখার মধ্যে একধরনের আকর্ষণ তৈরি হয়েছিল, তবে সেটাকে “প্রেম” বলা যাবে না। "অমিতাভ তখন বিবাহিত ছিলেন, ফলে সম্পর্কটা কেবল মোহেই সীমাবদ্ধ ছিল।" 

তিনি আরও জানান, ঋষি কাপুর ও নীতু সিংয়ের বিয়েতে সিঁদুর পরে রেখার উপস্থিতি পরিস্থিতিকে আরও নাটকীয় করে তোলে। অতিথিদের দৃষ্টি সরাসরি তাঁর দিকে চলে যায়, যা নবদম্পতির বিশেষ দিনকে ম্লান করে দেয়। এমনকি অমিতাভকে খুশি করার জন্য রেখা নিরামিষভোজীও হয়েছিলেন বলে দাবি করেন তিনি।

Advertisment

Ankush Hazra: চন্দননগরে মিষ্টিমুখ অঙ্কুশের, বিখ্যাত তালশাঁস খেয়ে যা প্রতিক্রিয়া দিলেন..

অমিতাভ নিজে কখনও এই প্রসঙ্গে মুখ খোলেননি। দীর্ঘ সাক্ষাৎকার জীবনে তিনি রেখার নাম এড়িয়ে গিয়েছেন। অন্যদিকে, জয়া সবসময় নীরব থেকেছেন। তবে পূজা স্মরণ করিয়ে দেন একটি ঘটনার কথা—যখন জয়া রেখাকে বাড়িতে ডিনারের নিমন্ত্রণ করেছিলেন। বিদায়ের সময় জয়া স্পষ্ট করে দেন, “আমি মিসেস বচ্চন, আর সেই পরিচয় চিরস্থায়ী।” এই ইঙ্গিতের পর রেখা ও অমিতাভ আর একসঙ্গে কাজ করেননি।

অন্যদিকে, রেখা বহু বছর পর নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছিলেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে। তিনি বলেন, “সুহাগ ছবিতে অমিতাভের সঙ্গে ডান্ডিয়া নাচের দৃশ্য ছিল। আমি নাচটা তেমন জানতাম না। কিন্তু এমন এক ব্যক্তিত্ব যখন সামনে থাকেন, শরীর নিজেই ছন্দ খুঁজে পায়।” অমিতাভ-জয়া-রেখার এই কাহিনি আজও বলিউডের সবচেয়ে রহস্যময় ও আলোচিত অধ্যায় হিসেবে বেঁচে আছে।

bollywood actress Bollywood Actor Jaya Bachchan amitabh bachchan Rekha