Advertisment

Amitabh Bachchan Health: অমিতাভের টুইট ঘিরে বাড়ছে উদ্বেগ, হাসপাতালে ভর্তি বিগ বি!

Amitabh Bachchan Heart Surgery: কী হয়েছে অভিনেতার? যে সকাল হতেই গেলেন হাসপাতালে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Amitabh Bachchan Heart Surgery

Amitabh Bachchan Heart Surgery: কেমন আছেন অমিতাভ?

Amitabh Bachchan Angioplasty Surgery: অসুস্থ অমিতাভ বচ্চন। আজ সকালেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কী হয়েছে অভিনেতার? তাঁর টুইট ঘুরে বাড়ছে উদ্বেগ।

Advertisment

শারিরীক দিক ঠিক ছিল না তাঁর। আজ সকালেই তাঁকে মুম্বাইয়ে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। ভোরবেলা ৬টা নাগাদ তিনি ভর্তি হন। সূত্রের খবর, এনজিওপ্লাস্টি হয়েছে তাঁর। বেশ ভারী সিকিওরিটির মাঝেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

অভিনেতার বয়স হয়েছে প্রায় ৮১ বছর। মাঝে মধ্যেই তাঁকে চেকআপে রাখা হয়। আর কিছুক্ষণ আগে করা টুইট অনুযায়ী অমিতাভ যা লিখেছেন, তাতে তিনি বলছেন - "আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ"। এরপরই আরও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন - Rukmini Maitra: অগত্যা ঝুলে রয়েছেন রুক্মিণী, কেউ থমকে গেলেন! আবার কেউ তুললেন হাত…

তবে, এখন তাঁকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। ভাল আছেন তিনি। এই বয়সেও তিনি যা কাজ করছেন তাতে প্রশংসা করতে হয়। সুত্রের খবর, প্রথম থেকেই তাঁর অসুস্থতা গোপন রাখা হয়েছিল। এর আগেও গতবছর বেশ অসুস্থ ছিলেন তিনি। একবার আহত হন শুটিং করতে গিয়ে। তাঁর আগেও একবার কবজিতে তাঁর অস্ত্রোপচার হয়। সবমিলিয়ে হাসপাতালে যাতায়াত তাঁর লেগেই থাকে।

amitabh bachchan bollywood Entertainment News
Advertisment