scorecardresearch

শুটিং ফ্লোরেই ভয়ঙ্কর দুর্ঘটনা! পাঁজরে চোট নিয়ে মুম্বই ফিরলেন অমিতাভ

এখন কেমন আছেন বিগ বি?

amitabh bacchan injured during shooting project k
পাঁজরে চোট অমিতাভের

শুটিং করতে গিয়েই বিপদ। আবারও দুর্ঘটনার কবলে অমিতাভ। চোট লেগেছে বর্ষীয়ান অভিনেতার। হায়দ্রাবাদে ‘প্রোজেক্ট-K’ এর শুটিং চলাকালীনই বিপদের সম্মুখীন অভিনেতা।

বয়সটা নেহাতই কম নয়। ৮০ বছর বয়সেও পাল্লা দিয়ে অভিনয় করছেন তিনি। ‘প্রোজেক্ট- K’ তে দীপিকা এবং প্রভাসের সঙ্গে শুটিং করছেন। চোট পাওয়ার ঘটনা নিজের ব্লগে শেয়ার করেছেন। অ্যাকশান দৃশ্যে অভিনয় করতে গিয়েই বিপদ ঘটিয়েছেন তিনি। বুকের পাঁজরে লেগেছে। আঘাত লেগেছে পেশীতেও। তবে এখন মুম্বাইতে নিজের বাড়িতেই বিশ্রামে আছেন তিনি।

অভিনেতা নিজের ব্লগে লিখলেন, “শুটিং করাকালীন আমার চোট লেগেছে। পাঁজরের কার্টিলেজ ভেঙে গেছে। এবং ডান পাজরের পেশী ছিঁড়ে গেছে। শুট বাতিল করা হয়েছে। ডাক্তারের পরামর্শে ফিরে এসেছি। স্ট্র্যাপিং করা হয়েছে। সত্যিই খুব বেদনাদায়ক। নড়াচড়া এবং শ্বাস নিতে গেলেই ব্যাথা লাগছে। কিছু সপ্তাহে সুস্থ হব। ব্যাথার জন্য ওষুধ চলছে”।

আরও পড়ুন [ ‘আজ আমাকেও তবে…’, ‘গোলাপি’ কিয়ারাকে দেখতেই রাত-বিরেতে দুষ্টু আবদার সিদ্ধার্থর ]

বাড়িতেই রয়েছেন অভিনেতা। মুঠোফোনে আবদ্ধ রয়েছেন, সেখান থেকেই কাজ করছেন। শুয়ে বসেই দিন কাটাচ্ছেন তিনি। তাঁর সঙ্গে অভিনেতা এও জানালেন, “আমি কারওর সঙ্গে দেখা করতে পারব না এখন। যারা আসছেন তাঁদের ফিরে যেতে হবে। তাই দয়া করে কেউ আসবেন না। অন্তত একবার জানাবেন আসার আগে”।

উল্লেখ্য, কিছুমাস আগেও বাম পায়ের আঙ্গুলে চোট পেয়েছিলেন তিনি। KBC – থেকেও বেশ কিছুদিন ছুটি নিয়েছিলেন তিনি। তারপর প্লাস্টার পা নিয়েই ফিরেছিলেন শুটিং ফ্লোরে। এবারও বেশ কিছুদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। তারপরেই কাজের কথা ভাববেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Amitabh bacchan injured during shooting project k