scorecardresearch

করোনা সতর্কতায় অমিতাভ, আলিয়া, অক্ষয়-সহ বলি তারকাদের বিশেষ ভিডিয়ো

দেশের মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সতর্ক করতে বিশেষ ভিডিয়ো পোস্ট করলেন বলিউড তারকারা।

বলিউড তারকাদের সোশাল ভিডিও।
বলিউড তারকাদের সোশাল ভিডিও।

দেশের বিপদের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। বারবার করে কোয়ান্টাইনের বার্তা তো দিচ্ছেনই এবার মারণ ভাইরাস করোনা সম্পর্কে দেশের মানুষকে সতর্ক করতে বিশেষ ভিডিয়ো পোস্ট করলেন বলিউডের প্রথম সারির অভিনেতারা। রোহিত শেট্টির উদ্যোগে এই ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন।

আরও পড়ুন, করোনা সচেতনতায় ‘করুণাময়ী রাণী রাসমণি’ অভিনেতাদের বিশেষ ভিডিও

দু’মিনিট লম্বা এই ভিডিয়োতে দেখা গেল অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, অজয় দেবগণ, বরুণ ধাওয়ান, রণবীর সিং, অর্জুন কাপুর ও শিল্পা শেট্টি। করোনার মতো মহামারী আটকাতে কী করা প্রয়োজন আর কী নয়, সেটাই বলার চেষ্টা করেছেন তাঁরা।

আরও পড়ুন, প্রাক্তন টেলি-অভিনেত্রী এখন সরকারি নার্স! করোনা-সতর্কতায় বিশেষ বার্তা দিলেন

কোভিড-১৯ নিয়ে জনগণকে সতর্ক করতে ভারতের সিনেমা জগতের তারকারা প্রথম থেকে কাজ করছেন। সোশাল মিডিয়ায় পোস্ট করা ছাড়াও দীপিকা পাডুকোন, অনুষ্কা শর্মার মতো অভিনেত্রীরা #SafeHandsChallenge -এর ভিডিয়ো পোস্ট করছেন। বিভিন্ন কার্যক্রমের মাধ্যে ফ্যানেদের করোনা সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা চোপড়া।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০৬। মারণ ভাইরাসে এদেশে মৃত্যুর সংখ্যা ৪।

Read the full story in English 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Amitabh bachchan alia bhatt akshay kumar and others shoot special video to spread awareness about coronavirus