Amitabh Bachchan-Kishore Kumar: 'সবাইকে ছেড়ে আমার সর্বনাশ কেন..?' কিশোরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে অমিতাভ, কিন্তু কারণ কী?

একটি গানের রেকর্ডিংয়ের পরের মুহূর্তটি স্মরণ করে সমীর জানিয়েছিলেন কিংবদন্তি গায়ক নিজেই বিগ-বির কাছে গিয়েছিলেন। অমিতাভকে অমিত বলে ডাকতেন তিনি।

একটি গানের রেকর্ডিংয়ের পরের মুহূর্তটি স্মরণ করে সমীর জানিয়েছিলেন কিংবদন্তি গায়ক নিজেই বিগ-বির কাছে গিয়েছিলেন। অমিতাভকে অমিত বলে ডাকতেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Amitabh Bachchan folded hand in front of Kishore kumar while doing films

যা হয়েছিল সেদিন, কেনই বা...

Amitabh Bachchan-Kishore Kumar: কিশোর কুমারের কণ্ঠ অমিতাভ বচ্চনের কয়েকটি আইকনিক গানের প্রাণ - "আর দিওয়ানো মুঝে পেহচানো" কিংবা "আপনি তো জাইসে তাইসে" থেকে শুরু করে "ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে" এবং "সারা জামানা"। অনেক ভক্তের কাছেই কিশোরের গান অমিতাভের অনস্ক্রিন উপস্থিতি ঝড় তোলে। যদিও তাদের প্রতিটা গান কালজয়ী। কিন্তু, দুজনে একসঙ্গে কেন স্ক্রিন শেয়ার করলেন না, সেই নিয়েও তাঁদের ভক্তরা বারবার বলেছেন।  এবার জানা গেল, কিশোর কুমারও একসময় অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। জানালেন গীতিকার সমীর। 

Advertisment

একটি গানের রেকর্ডিংয়ের পরের মুহূর্তটি স্মরণ করে সমীর জানিয়েছিলেন কিংবদন্তি গায়ক নিজেই বিগ-বির কাছে গিয়েছিলেন।অমিতাভকে অমিত বলে ডাকতেন তিনি। কিশোর কুমার অমিতাভকে বলেছিলেন: "অমিত, আমি আসলে তোমার সাথে এই বিষয়ে কখনও কথা বলিনি, তবে আমার মনে কিছু একটা আছে... আমি সবাইকে অভিনয় করতে দেখেছি... কিন্তু যখন তোমাকে অভিনয় করতে দেখি, তখন মনে হয় তোমার সঙ্গে আমার একটা ছবি করা উচিত। আমি অভিনয় ছেড়ে দিয়েছি, কিন্তু তোমাকে দেখে আমার আবার অভিনয় করার ইচ্ছা জাগে... তুমি কি আমার সঙ্গে ছবি করবে?'

Career Oriented Films: চাকরি চাই? এই ছবিটি একবার দেখে নিলে এখনই বদ…

Advertisment

সমীর মনে করিয়ে দেন যে অমিতাভ অবাক হয়ে গিয়েছিলেন এবং শ্রদ্ধায় হাত জোড় করে জবাব দিয়েছিলেন: "দাদা, আমিই কি একমাত্র বোকা ছিলাম যে সর্বনাশ করার জন্য আর কাউকে পেলেন না।" বিস্মিত কিশোর তাঁকে প্রশ্ন করেন, 'কী বলছ তুমি? কেন সর্বনাশ হবে?'  এর উত্তরে অমিতাভ বিনীতভাবে বলেন, "দাদা, আমি একশো জন্মেও আপনার সঙ্গে কাজ করতে পারব না... আপনি আপনার গানের মাধ্যমে যেভাবে অভিনয় করেন, আমি কেবল এক্সপ্রেশন ডেলিভারি করতে হিমশিম খাই। তোমার মতো অভিনেতা আর হতে পারে না। এমনকি ৫০০ অমিতাভ বচ্চনও আপনার তুলনায় কিছুই না। আমি তোমার লেভেলের সাথে পাল্লা দিতে পারব না।" 

অমিতাভ বচ্চন প্রায়শই কিশোর কুমারকে প্রতিভাধর হিসাবে উল্লেখ করেছেন এবং আজও শ্রোতাদের হৃদয়ে প্রাসঙ্গিক রাখার জন্য তাঁর কালজয়ী গানগুলিকে কৃতিত্ব দিয়েছেন।

bollywood amitabh bachchan Kishore Kumar Bollywood Actor