Kali Puja 2025: আশা ভোঁসলে হঠাৎ হাজির রাতবিরেতে! কার প্রচারে কলকাতার এই কালীপুজো মায়ানগরীতে খ্যাতি পায়?

এমনকি কিছু কিছু তারকা নিজে থেকেই আসতেন সেই পুজোয়। সেরকমই একটি পুজো কলকাতার ফাটাকেস্টর পুজো। যেখানে মায়ের আরাধনায় কোনও খামতি নেই। এখানে মা সব ভক্তদের একজন।

এমনকি কিছু কিছু তারকা নিজে থেকেই আসতেন সেই পুজোয়। সেরকমই একটি পুজো কলকাতার ফাটাকেস্টর পুজো। যেখানে মায়ের আরাধনায় কোনও খামতি নেই। এখানে মা সব ভক্তদের একজন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
asha

কার জন্য প্রচার পায় এই পুজো?

Kolkata Kali Puja-Asha Bhonsle: আসন্ন আলোর উৎসব। কালী পুজো মানেই সারা বাংলা জুড়ে শুধুই মাতৃ আরাধনা। এবং এই বিশেষ দিনে শহরের নানা স্থানে শ্যামা আরাধনায় মাতেন তারকারা। এমনকি শহর কলকাতার বেশ কয়েকটি পুজো আছে যেগুলি বরাবর তারকা জৌলুসে পরিপূর্ণ ছিল। শুধু টলিপাড়ার তারকারা না মুম্বাই থেকে তাঁরা আসতেন এই পুজোয়। 

Advertisment

এমনকি কিছু কিছু তারকা নিজে থেকেই আসতেন সেই পুজোয়। সেরকমই একটি পুজো কলকাতার ফাটাকেস্টর পুজো। যেখানে মায়ের আরাধনায় কোনও খামতি নেই। এখানে মা সব ভক্তদের একজন। সেই পুজয় আসেননই এমন মানুষ খুব কম আছেন। সেই তালিকায় অমিতাভ থেকে উত্তম অনেকেই আছেন। তবে, একজন সেই পুজোর প্রচার করেছিলেন মুম্বাইয়ে।

Anusha Dandekar: মদ্যপানে কেলেঙ্কারি কাণ্ড! হাসপাতালে ভর্তি হতে হয় আনুশাকে

Advertisment

তিনি ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা। মায়ের পুজোয় এসেছেন উত্তর কলকাতার কলেজ স্ট্রিট বাটা এলাকায়। অমিতাভ বচ্চন নিজে থেকে মা-কে হীরের নাকছাবি দিয়েছেন। কিন্তু, যেই মানুষটি তাঁদের হয়ে মুম্বাইয়ে প্রচার করেছিলেন তিনি আর কেউ নন, বরং শত্রুঘ্ন সিনহা। যিনি বাংলার বুকে পরবর্তীতে ভোট নির্বাচনে-ও অংশ নিয়েছেন। একবার দাদাগিরিতে এসে একথাই জানিয়েছিলেন তৎকালীন পুজো সম্পাদক। তাঁর কথায়

একদিন রাত ১২টা বাজতেই পুজোর ওখানে এসে হাজির হন আশা ভোঁসলে। আমরা তো অবাক। ছুটে গিয়েছি। তাঁকে জিজ্ঞেস করলাম দিদি আপনি এতরাতে কিছু না জানিয়ে? তিনি বললেন, হ্যাঁ। মায়ের কথা মুম্বাইয়ে অনেক শুনেছি। তাই তাঁকে দেখতে এসেছি। আসলে, আমাদের পুজো এবং মা যে কী জাগ্রত সেকথা সবথেকে বেশি জানিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। উনি আমাদের হয়ে একরকম প্রচার করেছিলেন। 

MTV Music Channels: বেজে গেল বিদায়ের ঘণ্টা, পপ সংস্কৃতির আইকন এমটিভি এখন শুধু স্মৃতি?

প্রসঙ্গে সেই পুজোয় প্রতিবার আসতেন উত্তম কুমার। কখনও একা এসেছেন তো কখনও কাছের মানুষদের নিয়ে এসেছেন। কিন্তু, মৃত্যুর আগ-বছর অবধি এসেছেন। 

Entertainment News Today Kali Puja Asha Bhosle