এবার নতুন ভূমিকায় অমিতাভ, মিউজিক কম্পোজার হিসেবে কাজ করছেন অভিনেতা?

আবারও নতুন প্রতিভা দেখাতে চলেছেন অভিনেতা

আবারও নতুন প্রতিভা দেখাতে চলেছেন অভিনেতা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amitabh bachchan

অমিতাভের নতুন প্রতিভা

এতদিন অভিনেতা হিসেবে, সঙ্গীতশিল্পী হিসেবে সাধারণ মানুষের মনোরঞ্জন করেছেন তিনি। আর এবার সময় নতুন ভূমিকা পালন করার। অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan ) এবার সঙ্গীত রচয়িতা!

Advertisment

ঘটনা একেবারেই সত্যি। আর এতেই সিলমোহর দিয়েছেন ছবির পরিচালক আর বাল্কি। আবারও এক সাইকো থ্রিলার বানাতে চলেছেন তিনি। আর সেই ছবিতেই সঙ্গীত রচনা করছেন অমিতাভ। পরিচালক এক সাক্ষাৎকারে বলেন, "এই ছবি আমার কাছে খুব স্পেশ্যাল। যদিও বা তার অনেকগুলো কারণ রয়েছে। কারণ এই ছবিতে গান বেঁধেছেন অমিতাভ বচ্চন। এই প্রথমবার তিনি সঙ্গীত রচয়িতা হিসেবে কাজ করছেন। ছবিটি দেখামাত্রই নিজের পিয়ানোতে সুর তুলেছিলেন তিনি। তাকে অসংখ্য ধন্যবাদ। এই উপহার আমার কাছে অতুলনীয়"।

আরও পড়ুন - < উত্তমের পর এবার ভানুর ভূমিকায় শাশ্বত, ছক্কা হাঁকিয়েই চলেছেন টলিপাড়ার অপু >

Advertisment

অমিতাভ নিজেও ব্যস্ত সিনে দুনিয়ায়। কেবিসির সঙ্গে সঙ্গেই 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও দেখা যাবে তাকে। এদিকে এখন আবার নতুন দায়িত্ব। তার ভক্ত সংখ্যা কম নয়। বরং, অমিতাভ যাইই করুন না কেন তাঁকে সবসময় প্রশংসায় ভরান সকলে। এর আগেও আর বাল্কির সঙ্গে নানা ছবিতে কাজ করেছেন তিনি। দুজনের মধ্যে বন্ধুত্বও দারুণ।

amitabh bachchan bollywood Entertainment News