Advertisment

Amitabh Bachchan: নিজেও বহুবার দৌড়েছেন হাসপাতালে, ক্যানসার আক্রান্ত প্রতিযোগী অল্পে হেরে যেতেই বিরাট আশ্বাস দিলেন অমিতাভ

Amitabh Bachchan on kbc: ক্যানসার আক্রান্ত এক প্রতিযোগীর লড়াইয়ের কথা শুনে সাবাসি দিলেন সিনিয়র বচ্চন। তাঁর পাশাপাশি এও জানালেন, নিজেও বহুবার হাসপাতালে গিয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
amitabh on kbc


কেবিসির মঞ্চে কত ঘটনাই ঘটছে। কিছু কিছু প্রতিযোগী খেলার পাশাপাশি দর্শকদের সঙ্গে সঙ্গে খোদ অমিতাভের মন জয় করে নিচ্ছেন। আর এবার তো, এক প্রতিযোগী কম টাকান য়ে বাড়ি ফিরতেই মন খারাপ বিগ-বির। 

Advertisment

অমিতাভ বচ্চনের 'কৌন বনেগা ক্রোড়পতি ১৬'-তে অনুপ্রেরণামূলক যাত্রা অব্যাহত রেখেছেন ক্যানসার আক্রান্ত অক্ষয় নারাং। অক্ষয় তিনটি লাইফলাইনের সাহায্যে ১২.৫ লক্ষ টাকা জিতেছিলেন। তবে তিনি ১৩ তম প্রশ্নে কুইজ রিয়েলিটি শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যার মূল্য ২৫ লক্ষ টাকা, কারণ তিনি তার মনে যে উত্তর ছিল তা নিয়ে অনিশ্চিত ছিলেন।

যদিও পরে অমিতাভ জানান, যে সিদ্ধান্ত অক্ষয় নিয়েছিলেন সেটাই সঠিক উত্তর। যদি, নিজের ওপর ভরসা রেখে উত্তরটা দিয়ে দিতেন তবে ২৫ লক্ষ টাকা তাঁর হত। বেশি প্রাইজমানি না পেলেও সাড়ে ১২ লক্ষ টাকা ঘরে তুলতে পেরে খুশি অক্ষয়।

আরও পড়ুন  -  Subhashree Ganguly - Yaalini: ছেলের জন্মদিনে বড় সারপ্রাইজ, মেয়েকে দেখালেন শুভশ্রী

এপিসোডে ক্যানসারের সঙ্গে নিজের লড়াইয়ের কথা মুখ খুলেছেন তিনি। তিনি বলেন, "২০১৮ সালে আমার ক্যান্সার ধরা পড়ে। বেশ কিছুদিন ধরে হাঁটুতে ব্যথা ছিল। স্ক্যান এবং সমস্ত কিছু পাওয়ার পরে, ডাক্তাররা একটি গল্ফ বলের আকারের টিউমার খুঁজে পেয়েছিলেন। পরে বায়োপসির মাধ্যমে আমরা জানতে পারি এটি একটি ক্যান্সারযুক্ত টিউমার। ১-২ বছর ধরে চিকিৎসা চলে। রিকভারি পিরিয়ডে, যা আমি বাড়িতে কাটিয়েছি, আমি নিজের মতো করে ডিজাইনিং শিখতে শুরু করি।" 

অমিতাভ কী বললেন? 

অক্ষয় দুঃখ করে বলেছিলেন যে তাঁর বন্ধুরা যখন কলেজ উপভোগ করছিল, তখন তিনি হাসপাতালে ছিলেন। অমিতাভ বচ্চন উৎসাহ দিয়ে বলেন, "আমি আপনাদের সামনে বসে আছি। আমিও হাসপাতালে অনেক রাউন্ড গিয়েছি, তবে সবার প্রার্থনায় আমি সুস্থ হয়ে বেরিয়ে এসেছি। আর তোমার যে বন্ধুরা কলেজ যাচ্ছিলতােদঁর নিয়ে মন খারাপ করার দরকার নেই, কারণ তাঁরা কেবিসিতে আসেননি।" 

 

bollywood Amitabh bacchan KBC Bollywood Actor
Advertisment