scorecardresearch

বাড়ির সামনে পাওনাদার, কোটি কোটি টাকার দেনা! অপমানে-লজ্জায় ভুগছিলেন অমিতাভ

আর্থিক অনটন তো বটেই, কী ঘটেছিল বচ্চন পরিবারে?

amitabh bachchan, amitabh bachchan robbery, amitabh bachchan attacked, amitabh bachchan mugged, amitabh bachchan news, big b, অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনের বিপদ, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর
অমিতাভ বচ্চন

অভিনয় জগতে খ্যাতি, সম্মান মিললেও একসময় টাকা উপার্জন খুব একটা হত না বললেই চলে। একটা ছেড়ে দুটো গাড়ি তো দূর, নিজস্ব বাড়ি বানানোর কথাও চিন্তা করতে পারতেন না অনেকে। এমনকি এই সমস্যার মধ্যে পড়েছিলেন অমিতাভ বচ্চন খোদ।

সালটা ৯০এর শেষের দিক। তখন তথাকথিত হিরো তকমা হারিয়েছেন। অভিনয় জগৎ থেকে ডাক আসছে না। সেইসময়, নিজেকে বোঝা বলে ভাবতে শুরু করেছিলেন অমিতাভ। এমনকি বাড়ি বিক্রির মত সময় চলে এসেছিল। অমিতাভ নিজের ৮০ বছরের জন্মদিনে জানিয়েছিলেন, ছেলে মেয়ে সবার দিকে তাকিয়েই টেলিভিশনে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ করতে রাজি হয়েছিলেন তিনি। অর্থের অভাবে বিগ বির বাড়ি বন্দক রাখার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন [ ‘রঙ্গরাজ হিসেবে শ্রেষ্ঠ অর্জুন..’, ‘দেবী চৌধুরানী’তে একের পর এক চমক! চূড়ান্ত খাটছেন শ্রাবন্তীও ]

এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন সেসব কথা। বলেছিলেন, “হ্যাঁ! আসলেই আমার বাড়ি দখল হয়ে যেত। সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হত। যখন আপনি কোনও গ্রান্ট স্বাক্ষর করেন তখন সেই টাকা পরিশোধ করতে আপনি দায়বদ্ধ। প্রায় ৯০ কোটি টাকা ফেরত দিতে হবে। আমার বিরুদ্ধে ৫৫টি আইনি মামলা হয়েছিল। পাওনাদাররা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকত। সে যে কি এক পরিস্থিতি, বিরক্ত লাগতো। অপমানে লাগত।”

আর্থিক অনটন, বিশেষ করে ফ্যাসাদে পড়েছিলেন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে। দূরদর্শন, প্রসার ভারতী..তবে বাঁচিয়েছেন জয়া বচ্চন নিজেই। তিনিই নাকি, ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিয়েছিলেন। তবে, বর্তমানে সেসব শুধুই দুঃস্বপ্ন। ৮০ বছর পার হলেও তাঁর কাজের কমতি নেই। উল্টে ইন্ডাস্ট্রির প্রতি আরও দায়িত্ব বেড়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Amitabh bachchan said his bunglow money seized for debt