scorecardresearch

‘রঙ্গরাজ হিসেবে শ্রেষ্ঠ অর্জুন..’, ‘দেবী চৌধুরানী’তে একের পর এক চমক! চূড়ান্ত খাটছেন শ্রাবন্তীও

দেবী চৌধুরানীর দলে যোগ দিয়েছেন টলি ও বলিপাড়ার দিজ্ঞজরা, কাজ করছেন ভিকি কৌশলের কাছের মানুষও!

devi choudhurani, shrabanti chatterjee, arjun chakraborty, sabyasachi chakraborty, prosenjit chatterjee
স্টার স্টাডেড দেবী চৌধুরানী

বড়পর্দায় ‘দেবী চৌধুরানী’। খবর ছিল অনেকদিনই। তবে, এবার তোড়জোড় শুরু করে ফেলেছেন পরিচালক শুভজিৎ মিত্র। নামকরা স্টারকাস্ট তো বটেই তাঁর সঙ্গে রয়েছে, একের পর এক চমক। এমনকি চরিত্রের প্রয়োজনে অভিনেতা বদল পর্যন্ত হয়েছে।

দিন দুয়েক আগেই পরিচালক জানিয়েছিলেন অর্জুন চক্রবর্তী যোগ দিচ্ছেন ‘দেবী চৌধুরানীর’ দলে। রঙ্গরাজের ভূমিকায় দেখা যাবে তাঁকে। যদিও, এই চরিত্র করার কথা ছিল ইন্দ্রনীল সেনগুপ্তর। কিন্তু, সেই সিদ্ধান্তে বদল এনেছেন সিনেমার সদস্যরা। তাঁরই সঙ্গে এও জানিয়েছেন ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন পণ্ডিত বিক্রম ঘোষ। আর?

আরও পড়ুন [ ছয়মাসেই মাকে বিরাট উপহার, মেয়ে রাহার কাছ থেকে কী এমন পেলেন আলিয়া? ]

প্রথমবার বাংলা ছবিতে অ্যাকশন পরিচালক হিসেবে থাকতে চলেছেন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। মুম্বাইয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সঙ্গে ছবি শেয়ার করেই শ্যাম কৌশল জানিয়েছিলেন, বুম্বার সঙ্গে কাজ করতে চলেছেন, দারুণ আনন্দ হচ্ছে। এদিকে, সব্যসাচী চক্রবর্তীও রয়েছেন এই ছবিতে। বাংলাদেশে এক অনুষ্ঠানে গিয়ে তিনি জানিয়েছিলেন, আর ছবি করবেন না। এবার বিরতি নিতে চান। কিন্তু সেসব নিছক রটনা, অভিনেতা আবারও ফিরছেন বড়পর্দায়।

উল্লেখ্য, বড়পর্দায় দেবী চৌধুরানী হতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রী জান লড়িয়ে দিচ্ছেন চরিত্রের জন্য। তাঁর ডেডিকেশন দেখে অবাক পরিচালক সাহেব নিজেই। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ও যা পরিশ্রম করছে আমি অবাক এবং আপ্লুত। তবে, অর্জুন চক্রবর্তীর সঙ্গে এটাই পরিচালকের প্রথম কাজ নয়। এর আগে অভিযাত্রিক ছবিতে কাজ করেছিলেন দুজনে। তাঁর ধারণা, রঙ্গরাজ হিসেবে অর্জুনই শ্রেষ্ঠ।

আরও পড়ুন [ ‘আমি চিৎকার করলেই…’, রণবীরকে ‘সাধু’ বলে তুলোধনা ‘বিরক্ত’ আলিয়ার ]

সব্যসাচী চক্রবর্তী একেবারেই রাজি ছিলেন না এই চরিত্রে অভিনয়ের জন্য। সূত্রের খবর, অনেকবার করে স্ক্রিপ্ট পড়ার পরই কিন্তু তিনি রাজি হয়েছেন। এবং বাবাকে মানাতে সহায়তা করেছেন অর্জুন খোদ। এখন বড়পর্দায়, কীভাবে এই ছবি কামাল করে সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Devi chaudhurani big film arjun chakraborty joined the team