Amitabh Bachchan-Dear Maa: ৯ বছর পর ফিরল 'পিঙ্ক'-র নস্ট্যালজিয়া! অনিরুদ্ধর 'ডিয়ার মা'-এর জন্য শুভেচ্ছা অমিতাভের

Aniruddha Roy Chowdhury Dear Maa: ১৮ জুলাই মুক্তির অপেক্ষায় অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবি 'ডিয়ার মা'। তার আগে মুম্বই থেকে শুভেচ্ছাবার্তায় কী লিখলেন অমিতাভ?

Aniruddha Roy Chowdhury Dear Maa: ১৮ জুলাই মুক্তির অপেক্ষায় অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবি 'ডিয়ার মা'। তার আগে মুম্বই থেকে শুভেচ্ছাবার্তায় কী লিখলেন অমিতাভ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অনিরুদ্ধকে শুভেচ্ছা অমিতাভের

Amitabh-Aniruddha-Dear Maa: সালটা ছিল ২০১৬। সেই বছর মুক্তি পেয়েছিল অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত হিন্দি থ্রিলার মুভি 'পিঙ্ক'। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। পরিচালক-অভিনেতা জুটি বক্স অফিসে তেহেলকা তৈরি করেছিল। দীর্ঘ ন'বছর পর ফিরল অমিতাভ-অনিরুদ্ধ জুটির সেই নস্ট্যালজিক মুহূর্ত। সৌজন্যে পরিচালকের নতুন ছবি 'ডিয়ার মা'। পিঙ্কের পর আরও একবার অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবির সঙ্গে জুড়ে গেলেন বিগ বি।

Advertisment

ডিয়ার মা-এ অভিনয়ে না করেও কী ভাবে এই ছবির সঙ্গে রয়েছে অমিতাভের স্পেশাল কানেকশন? আসলে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর আপকামিং মুভি ডিয়ার মা-র ট্রেলার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় শাহেনশা লিখেছেন,  'টনি দা, আপনার সঙ্গে সবসময় আমার শুভকামনা রয়েছে।'

আরও পড়ুন 'মিসেস সেন' হয়েছি তবে 'ম্যাডাম সেনগুপ্ত' হব সত্যিই কখনও ভাবিনি: ঋতুপর্ণা সেনগুপ্ত

Advertisment

আগামী ১৮ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায়  'ডিয়ার মা'। দীর্ঘ ১০ বছর পর বাংলা ছবিতে প্রত্যাবর্তন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর। জোরকদমে চলছে সিনেমার প্রচার। তারকাখচিত এক সন্ধ্যায় হয়ে গেল ডিয়ার মা-র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, জয়া আহসান, শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল সহ আরও অনেকে। বাংলা ছবির পাশাপাশি বলিউডেও নিজের পরিচিতি তৈরি করেছেন বাংলার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।

আর ঠিক সেই কারনেই সুদূর মুম্বই থেকে নতুন ছবির জন্য শুভেচ্ছাবার্তা পাঠালেন অমিতাভ বচ্চন। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবই খুশি পরিচালক। বিগ বি-র শুভেচ্ছাবার্তা শেয়ার করে তিনি লেখেন, 'আপনার আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। আমার প্রণাম নেবেন।' পোস্টের শেষে দিয়েছেন করজোড়ের ইমোজি।

উচ্ছ্বসিত জয়া আহসানও। অমিতাভ বচ্চনের পোস্ট শেয়ার করে দুই বাংলার অভিনেত্রী করজোড়ের ইমোজি সহযোগে আবেগতাড়িত হয়ে লিখেছেন, 'শুক্রের সকালটা হাসি মুখে শুরু হল। অমিতাভ বচ্চন ডিয়ার মা-র ট্রেলার শেয়ার করেছেন। আপনার শুভেচ্ছা আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ অমিতভ বচ্চন স্যার।' 

আরও পড়ুন 'শিক্ষা-রুচিবোধ আমাকে আটকেছে', তথাগতকে অশিক্ষিত অপবাদ প্রেমেন্দুর, 'রাস' বিতর্কে চাঁছাছোলা পরিচালক

amitabh bachchan Jaya Ahsan