Amitabh Bachchan-Sholay: 'এই টাকায় এখন তো..', 'ষোলে'র ৫০ বছরে চমকে দেওয়ার মত তথ্য দিলেন অমিতাভ

আগেকার দিনে যারা সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন, তারা খুব একটা অর্থের মুখ দেখতে পেতেন না, এমনটা অনেকেই বলে থাকেন। এবং সেইসময় টিকিটের দাম থেকে ছবির বাজেট সবটাই ছিল বর্তমানের হিসেবে বেশ কম।

আগেকার দিনে যারা সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন, তারা খুব একটা অর্থের মুখ দেখতে পেতেন না, এমনটা অনেকেই বলে থাকেন। এবং সেইসময় টিকিটের দাম থেকে ছবির বাজেট সবটাই ছিল বর্তমানের হিসেবে বেশ কম।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sholay

যা শোনালেন অমিতাভ...

ভারতীয় সিনেমায় এমন কিছু ছবি বারবার এসেছ যা মানুষকে চমকে দিয়েছে। এবং খেয়াল করলে দেখা যাবে, তাঁর মধ্যে ষোলে ছবি অন্যতম। এই ছবির মধ্যে দিয়ে রমেশ সিপ্পি এবং অমিতাভ বচ্চন সবথেকে বেশি পরিচিতি পান। শুধু পরিচিতি বললে ভুল হবে, দেখা যাচ্ছে এই ছবির একেকটা চরিত্র কাল্ট হিসেবে রয়ে গিয়েছে। 

Advertisment

একেকটা সংলাপ থেকে গান এবং দৃশ্য নিয়ে সবসময় আলোচনা হয়। এবং এবছর এই ছবির ৫০ বছর। শেষ ৫০ বছরে অনেক ছবি হয়েছে, কিন্তু এই ছবির মত কিছুই আসেনি। পরপর অনেক প্রজন্মের কাছেই এই ছবি ভীষণ গুরুত্ব রেখেছে। সম্প্রতি এই ছবির এক গুরুত্বপূর্ণ ঘটনার কথা শেয়ার করেছেন বিগ বি খোদ। অমিতাভ যিনি এই ছবির এক গুরুত্বপূর্ণ অংশ, জয় এবং বীরুর দোস্তি মাইলস্টোন সৃষ্টি করেছিল। কী জানালেন সিনিয়র বচ্চন? 

আগেকার দিনে যারা সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন, তারা খুব একটা অর্থের মুখ দেখতে পেতেন না, এমনটা অনেকেই বলে থাকেন। এবং সেইসময় টিকিটের দাম থেকে ছবির বাজেট সবটাই ছিল বর্তমানের হিসেবে বেশ কম।  এবং, সেরকম একটি ঘটনাই শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। ষোলে ছবির টিকিটের দাম কত ছিল? একটি পোস্ট ভাইরাল হয়েছে। অমিতাভ শেয়ার করেছেন টিকিটের একটি ছবি। 

Advertisment

Meghalaya Murders: নৃশংস হত্যালীলার শিকার রাজা, মেঘালয় মার্ডার ছবিতে ভেজাল চান না পরিবার? 'আসল ঘটনা..'

দেখা যাচ্ছে, পুরনোদিনের কাগজে লেখা সেই টিকিট। বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে সেখানে। এবং টিকিটের দামের জায়গায় লেখা রয়েছে ২০টাকা! শুনতে অবাক লাগবে , তাও ২০টাকা। সিঙ্গেল স্ক্রিনে অনেকবছর পর্যন্ত ৪০-৫০টাকা টিকিটের দাম থাকত। সেখানে ষোলের এতবছর আগে টিকিটের দাম- নিয়ে আলোচনা হওয়া খুব স্বাভাবিক। এবং বচ্চন সাহেব এই প্রসঙ্গে জানিয়ছেন... 

"এটা ষোলের টিকিট। আমার কাছে রাখা আছে, প্রিসারভ করা। একটু ওপরে খেয়াল করলে দেখা যাবে টিকিটের দাম। ২০টাকা? এটা টিকিটের দাম? আমি এটাই বলতে চাই, এখনকার দিনে একটা পানীয়ের দাম ২০টাকা হয়। থিয়েটারে সিনেমা দেখতে গেলে ২০টাকা পানীয়তে চলে যাবে। এটা একটা গল্প হল?" প্রসঙ্গে, ষোলে সিনেমার জখন শুটিং হচ্ছে, তখন জয়া বচ্চন অন্তঃস্বত্বা। শ্বেতাকে গর্ভে নিয়েই কাজ করেছেন তিনি। একথাও একবার জানিয়েছিলেন অমিতাভ নিজেই। 

amitabh bachchan Entertainment News Today