Meghalaya Murders: নৃশংস হত্যালীলার শিকার রাজা, মেঘালয় মার্ডার ছবিতে ভেজাল চান না পরিবার? 'আসল ঘটনা..'

শোনা যাচ্ছিল, আমির খান নাকি এই প্রোজেক্ট নিয়ে কাজ করছেন। যদিও, সেই সম্পর্কে তিনি স্পষ্ট বার্তা দেননি। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, এই ছবি নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পরেছে।

শোনা যাচ্ছিল, আমির খান নাকি এই প্রোজেক্ট নিয়ে কাজ করছেন। যদিও, সেই সম্পর্কে তিনি স্পষ্ট বার্তা দেননি। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, এই ছবি নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পরেছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raja

আসল ঘটনা দেখাতে চান তিনি?

 Meghalaya Murders: মেঘালয়ে মধুচন্দ্রিমা! এই একটা ঘটনা ভারতীয় পুরুষের আত্মা কাঁপিয়ে দিয়েছিল। যেভাবে রাজা রঘুবংশি খুন হন, আলোড়ন পরে যায় সর্বত্র। নির্মমভাবে খুন হওয়া ইন্দোরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশীর জীবনের ট্র্যাজেডি এবার রূপ নিচ্ছে রূপালি পর্দায়। তাঁর স্ত্রী সোনম ও তাঁর সন্দেহভাজন প্রেমিক গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সিনেমা বানানোর জন্য রঘুবংশী পরিবারের সদস্যরা সম্মতি দিয়েছেন।

Advertisment

পরিচালক এসপি নিম্বাওয়াত নির্মাণ করছেন ছবিটি, যার সম্ভাব্য নাম “হানিমুন ইন শিলং”। রাজা রঘুবংশীর বড় ভাই শচীন সংবাদমাধ্যমকে জানান, “আমরা চাই এই ঘটনা নিয়ে একটি ছবি তৈরি হোক। যদি আমরা আমার ভাইয়ের হত্যার সত্য গল্প তুলে না ধরি, তাহলে মানুষ জানবে না কে সত্য আর কে মিথ্যা।” আরেক ভাই বিপিন রঘুবংশী বলেন, “আমরা চাই ছবির মাধ্যমে মেঘালয়ের সঠিক চিত্র উঠে আসুক, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে নানা ভুল ধারণা তৈরি হয়েছে।” 

Mahalaya 2025: মহিষাসুরমর্দিনী রূপে পায়েলের প্রত্যাবর্তন, মহালয়ার ভোরে কোথায় কখন দেখা যাবে ছোট পর্দার 'আলো'-কে?

Advertisment

পরিচালক নিম্বাওয়াত জানান, ছবিটির চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরি এবং ৮০ শতাংশ শুটিং ইন্দোরে এবং বাকি ২০ শতাংশ মেঘালয়ের বিভিন্ন স্থানে করা হবে। যদিও এখনও অভিনেতাদের নাম প্রকাশ করা হয়নি। তিনি বলেন, "এই ছবি শুধু একটি অপরাধের পুনর্গঠন নয়, বরং সমাজে এমন বিশ্বাসঘাতকতা ও প্রতারণার ঘটনা বন্ধ করতে একটি শক্ত বার্তা দেবে।" 

জানা যায়, রাজা রঘুবংশী গত মে মাসে স্ত্রী সোনমকে নিয়ে মধুচন্দ্রিমায় মেঘালয়ে যান। এরপর তিনি নিখোঁজ হন এবং ২ জুন পূর্ব খাসি পাহাড় জেলার সোহরা (চেরাপুঞ্জি) এলাকায় একটি গভীর খাদে তার বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, যার ভিত্তিতে রাজা’র স্ত্রী সোনম, তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা সহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। এই বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে চলা ছবিটি যে দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে, তা বলাই যায়।

শোনা যাচ্ছিল, আমির খান নাকি এই প্রোজেক্ট নিয়ে কাজ করছেন। যদিও, সেই সম্পর্কে তিনি স্পষ্ট বার্তা দেননি। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, এই ছবি নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পরেছে। কেউ কেউ তো এমনও বলেছেন, অক্ষয় কুমার এবং আমির খানের মধ্যে নাকি এই নিয়ে রেষারেষি চলছে। 

Entertainment News Entertainment News Today Meghalaya