Advertisment

Kalki 2898 AD: অসুস্থতা নাকি অন্যকিছু! নতুন ছবির বিশেষ দিনে কেন দূরে থাকলেন অমিতাভ?

কেন দূরে থাকলেন অমিতাভ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amitabh bachchan, amitabh bachchan robbery, amitabh bachchan attacked, amitabh bachchan mugged, amitabh bachchan news, big b, অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনের বিপদ, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর

অমিতাভ বচ্চন

'প্রজেক্ট K' নাম বদলে বর্তমানে 'কল্কি ২৮৯৮AD'। ছবির বিরাট স্টারকাস্ট সঙ্গে বেশিরভাগই স্টার ওয়ার্স এবং মার্ভেল এফেক্ট হিসেবেই এই ছবিকে গণ্য করছেন। সেই ছবির প্রথম ঝলক দেখা গেল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে, কিন্তু সান দিয়েগোতে ছবির ফার্স্ট লুক প্রকাশের দিন বাদ পড়লেন অমিতাভ!

Advertisment

একজন সিনিয়র মোস্ট অভিনেতা হয়েও এই ছবির এমন উদযাপন থেকে বাদ থাকলেন তিনি। ছবিতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে অমিতাভকে। তাঁর চরিত্রের মারপ্যাঁচ এখনও বোঝা যায় নি। কিন্তু, প্রথম ঝলকের জন্য পরিচালকের সঙ্গে কমল হাসান এবং প্রভাসকে দেখা গেলেও অমিতাভকে দেখা যায়নি। কেন? তাহলে কি নিজেকে এই ছবি থেকে দূরে রাখছেন তিনি? সকলের মনের দ্বন্দ্ব কাটিয়ে নিজের ব্লগ পেজে লিখলেন...

আরও পড়ুন < সহকারীর সঙ্গে লিভ-ইন করেন রেখা! ‘ভুল শুধরে নিন..’, হুংকার অভিনেত্রীর বায়োগ্রাফারের >

"ভারতীয় ছবির জন্য এক অনন্য মুহূর্ত। বিশেষ করে যারা প্রজেক্ট k এর ফার্স্ট লুক প্রকাশ্যে আনতে সান দিয়েগোতে গিয়েছেন। পরিচালক আমায় অনেকবার অনুরোধ করেন তাঁদের সঙ্গে থাকার জন্য, কিন্তু কিছু অসুবিধার কারণে থাকতে পারলাম না। চিকিৎসকদের কিছু নিষেধ, শারীরিক অসুস্থতা এবং অন্যান্য কাজের জন্যই আমি যেতে পারিনি। কিন্তু, প্রথম ঝলক দারুণ লেগেছে।"

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডেও এই ছবির ফার্স্ট লুক দেখা গিয়েছে। একসঙ্গে প্রচুর মানুষের ভিড়। ভারতীয় ছবির মধ্যে আরও একবার এই ছবি প্রদর্শিত হল টাইমস স্কোয়ারে।

bollywood amitabh bachchan Entertainment News
Advertisment