scorecardresearch

বড় খবর
এক ফ্রেমে কেন্দ্রীয় কয়লামন্ত্রী ও কয়লা মাফিয়া, বিজেপিকে বিঁধলেন অভিষেক

রণবীর-আলিয়ার সঙ্গে কেমন সম্পর্ক অমিতাভের?

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অমিতাভ বচ্চন। ৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি।

রণবীর-আলিয়ার সঙ্গে কেমন সম্পর্ক অমিতাভের?
ব্রহ্মাস্ত্র'র শুটিং থেকে ফোটো শেয়ার করলেন বিগ বি। ফোটো- অমিতাভ বচ্চন ব্লগ

অবশেষে শেষ হয়েছে অমিতাভ বচ্চনের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে রয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এদিন নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শুটিংয়ের কিছু ছবি পোস্ট করেন, যেখানে রণবীর ও আলিয়া দুজনকেই দেখা যাচ্ছে। আলিয়া আলিঙ্গন করছে বিগ বি-কে, অন্যছবিতে দেখা গেল রণবীরের উপহার দেওয়া এয়ারপড দেখছেন সিনিয়র বচ্চন।

ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, ”ওরা বলল আমার ব্রহ্মাস্ত্র ছবির শুটিং শেষ হয়েছে…নিয়ম মেনেই বেরিয়ে আসতে হয়।” এটা লিখেই ৭৭ বছরের বর্ষীয়ান অভিনেতা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন।

Brahmastra
ব্রহ্মাস্ত্র-র সেটে অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে অমিতাভ বচ্চন। ফোটো- অমিতাভের ব্লগ

আরও পড়ুন, সৃজিত-মিথিলার রিসেপশনে কে কেমন সাজলেন, রইল অ্যালবাম

”ছবির ক্রু মেম্বাররা প্রত্যেকে শুটের শেষ দিনে হৃদয়বিদারক বার্তা দিয়েছেন। জানিয়েছেন, আমার সঙঅগে শুট করে তারা কতটা আনন্দিত। চোখ ভরে এসেছিল, এত ভালবাসার জন্য ধন্যবাদ। আশা করব আবার একসঙ্গে কাজ করব।”

আলিয়ার সঙ্গে ছবি শেয়ার করে বিগ বি লেখেন, ”আলিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তবে বেশিদিনের জন্য ওর থেকে আলাদা হতে হলনা। পর পর কাজ রয়েছে।”

আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনের আলিঙ্গন। ফোটো- অমিতাভ বচ্চনের ব্লগ

শেষে রণবীরের সঙ্গে ছবি পোস্ট করে অমিতাভ বচ্চনের বক্তব্য, ”রণবীরের দেওয়া অ্য়াপেল ইয়ার পড, এটা আমাকে উপহার দেওয়ার জন্য কিনেছে। সেটে সারাক্ষণ আমার সঙ্গেই থাকত। এই অনুভূতিটা আনন্দের। অভিষেক এটা করে থাকে, এটা সত্যিই আনন্দদায়ক।”

অমিতাভ বচ্চনকে এয়ারপড উপহার দিলেন রণবীর।
Ranbir Kapoor, Ayan Mukerji and Amitabh Bachchan with rest of the Brahmastra crew.(Photo: Amitabh Bachchan/Blog)
ব্রহ্মাস্ত্র ছবির ফ্লোরে অমিতাভ, রণবীর ও অয়ন।
Ayan Mukerji behind the monitor as Amitabh Bachchan and Ranbir Kapoor shoot.
রণবীর ও অমিতাভের শুটিং টাইম, মনিটরের পিছনে অয়ন।
Amitabh Bachchan and Alia Bhatt shot for a scene before the wrap.
শুটিং শেষের আগে আলিয়া ও অমিতাভ।
শুটিং শেষে শুভেচ্ছা বিনিময়ে রণবীর-অমিতাভ।
সিনিয়র বচ্চনকে বিদায় জানাচ্ছেন অয়ন মুখোপাধ্যায়।
অমিতাভ বচ্চনের সঙ্গে আলোচনায় ব্যস্ত অয়ন।

আরও পড়ুন, হঠাৎই বৃদ্ধা খুন, রহস্যের জট খুলবে ইন্দ্রদীপের ‘আগন্তুক’

ছবির টিমের সঙ্গে মানালিতে গিয়েছে রণবীর কাপুরও। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে ব্রহ্মাস্ত্র ছবির পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। আলিয়া ভাট ও রণবীর কাপুরকে দেখা যাবে ছবিতে। এছাড়াও রয়েছে দক্ষিণের সুপারস্টার নার্গাজুনা ও মৌনী রায়।

২০২০-র গরমে মুক্তি পাচ্ছে ব্রহ্মাস্ত্র-র প্রথম পার্ট। এর আগে ডিসেম্বরে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল দিকের কথা ভেবেও ভিএফএক্সকে সময় দিতেই রিলিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অমিতাভ বচ্চনকে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Amitabh bachchan shares photos with ranbir kapoor and alia bhatt