Advertisment
Presenting Partner
Desktop GIF

কলকাতায় খালি হাত এসেছিলেন অমিতাভ, ঠাঁই পেয়েছিলেন এই বাড়িতেই

কলকাতা থেকেই স্বপ্ন দেখার শুরু, অমিতাভ বলেছিলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Amitabh Bachchan, Amitabh Bachchan in kolkata, Amitabh Bachchan stay at kolkata, Amitabh Bachchan bollywood, Amitabh Bachchan news, Amitabh Bachchan update, Amitabh Bachchan tollywood news, Amitabh Bachchan latest news, অমিতাভ বচ্চন, কলকাতায় এইবাড়িতে থেকেছিলেন অমিতাভ, অমিতাভের কলকাতার বাড়ি, টলিউড, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

অমিতাভের কলকাতায় থাকার জায়গা ছিল এটিই

কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। কাজের সুত্রে এসেছিলেন এই শহরে। তারপর, হিরো হওয়ার স্বপ্ন দেখেছিলেন এই শহরে বসেই। কিন্তু এখানে আসার পর তিনি কোথায় থাকতেন জানেন?

Advertisment

তিনি বলিউডের শাহেনশাহ। কিন্তু, একটা সময় কলকাতার নানা জায়গায় ঘুরে ঘুরে থাকতে বাধ্য হয়েছিলেন অমিতাভ। এমনকি বাংলার দাদা সৌরভের প্রশ্নের জবাবে অমিতাভ এও বলেছিলেন, কলকাতার অলিগলি চেনেন তিনি। কোথায় থাকেন নি? কোথাও থাকতে শুরু করতেন, সেখানে টাকা দিতে পারতেন না আবার সেখান থেকে তাড়িয়ে দেওয়া হত তাঁকে।

আরও পড়ুন < ‘হার্টে ব্লকেজ…’, অসুস্থ সৃজিত মুখোপাধ্যায়? পরিচালকের পোস্ট ঘিরে চাঞ্চল্য! >

কিন্তু, প্রথম যখন এই শহরে তিনি আসেন, তাঁর বাবার দৌলতে এক বিরাট বাড়িতে থাকার সুযোগ হয়েছিল। সেটি কোন আর কার বাড়ি জানেন? অমিতাভ হরিবংশ রাই বচ্চনের ছেলে। সেই সুবাদেই তাঁকে নিজের বাড়িতে জায়গা দিয়েছিলেন পণ্ডিত বিজয় কিচলু। অমিতাভের বাবা ছিলেন তাঁর ইংরেজির শিক্ষক। তাই, নিজের শিক্ষকের ছেলেকে বাড়িতে থাকতে দিয়েছিলেন তিনি। কলকাতার Loudon Street এর ন্যাশনাল টাওয়ারে থাকতেন অমিতাভ।

তারপর, সেখান থেকেই একটি পেয়িং গেস্ট রুমে যান তিনি। একই ফ্ল্যাটের নিচের তলায় অমিতাভকে থাকার ব্যবস্থা করে দেন তিনি। কিচলুর এক বন্ধুই সেই ফ্ল্যাটের মালিক ছিলেন। অমিতাভকে ব্যবস্থা করে দেওয়ার পর প্রায় দেড় বছর সেই ফ্ল্যাটে থেকেছিলেন বিগ বি। বাংলার সঙ্গে তাঁর আলাদাই ভালবাসা। এখান থেকেই স্বপ্ন দেখার শুরু করেছিলেন তিনি। ফুচকা থেকে ঝালমুড়ি, এখানের কোনও খাবারের স্বাদই তাঁর অজানা নয়। পছন্দ করেন রবীন্দ্র সঙ্গীত। লোকগীতিও নিদারুণ ভালবাসেন অমিতাভ।

bollywood amitabh bachchan Entertainment News
Advertisment