কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। কাজের সুত্রে এসেছিলেন এই শহরে। তারপর, হিরো হওয়ার স্বপ্ন দেখেছিলেন এই শহরে বসেই। কিন্তু এখানে আসার পর তিনি কোথায় থাকতেন জানেন?
তিনি বলিউডের শাহেনশাহ। কিন্তু, একটা সময় কলকাতার নানা জায়গায় ঘুরে ঘুরে থাকতে বাধ্য হয়েছিলেন অমিতাভ। এমনকি বাংলার দাদা সৌরভের প্রশ্নের জবাবে অমিতাভ এও বলেছিলেন, কলকাতার অলিগলি চেনেন তিনি। কোথায় থাকেন নি? কোথাও থাকতে শুরু করতেন, সেখানে টাকা দিতে পারতেন না আবার সেখান থেকে তাড়িয়ে দেওয়া হত তাঁকে।
আরও পড়ুন < ‘হার্টে ব্লকেজ…’, অসুস্থ সৃজিত মুখোপাধ্যায়? পরিচালকের পোস্ট ঘিরে চাঞ্চল্য! >
কিন্তু, প্রথম যখন এই শহরে তিনি আসেন, তাঁর বাবার দৌলতে এক বিরাট বাড়িতে থাকার সুযোগ হয়েছিল। সেটি কোন আর কার বাড়ি জানেন? অমিতাভ হরিবংশ রাই বচ্চনের ছেলে। সেই সুবাদেই তাঁকে নিজের বাড়িতে জায়গা দিয়েছিলেন পণ্ডিত বিজয় কিচলু। অমিতাভের বাবা ছিলেন তাঁর ইংরেজির শিক্ষক। তাই, নিজের শিক্ষকের ছেলেকে বাড়িতে থাকতে দিয়েছিলেন তিনি। কলকাতার Loudon Street এর ন্যাশনাল টাওয়ারে থাকতেন অমিতাভ।
তারপর, সেখান থেকেই একটি পেয়িং গেস্ট রুমে যান তিনি। একই ফ্ল্যাটের নিচের তলায় অমিতাভকে থাকার ব্যবস্থা করে দেন তিনি। কিচলুর এক বন্ধুই সেই ফ্ল্যাটের মালিক ছিলেন। অমিতাভকে ব্যবস্থা করে দেওয়ার পর প্রায় দেড় বছর সেই ফ্ল্যাটে থেকেছিলেন বিগ বি। বাংলার সঙ্গে তাঁর আলাদাই ভালবাসা। এখান থেকেই স্বপ্ন দেখার শুরু করেছিলেন তিনি। ফুচকা থেকে ঝালমুড়ি, এখানের কোনও খাবারের স্বাদই তাঁর অজানা নয়। পছন্দ করেন রবীন্দ্র সঙ্গীত। লোকগীতিও নিদারুণ ভালবাসেন অমিতাভ।