/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/amitabh-bachchan-make-debut-in-tamil-s-j-suryah-uyarndha-manithan-759.jpg)
অমিতাভ বচ্চন ও এস জে সূর্য, একসঙ্গে অভিনয় করবেন তামিল ছবিতে।
বলিউড শাহেনশা এবার পা রাখতে চলেছে তামিল ইন্ডাষ্ট্রিতে। ছবি 'উয়্যারন্ধা মনিধন'। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এস জে সূর্য। বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি ইভেন্টে ঘোষনা করা হল এই ছবির। এস জে সূর্য রজনীকান্তের হাত দিয়ে তামিল ছবি 'উয়্যারন্ধা মনিধন'এর ছোট ভিডিও টুইট করে জানালেন তিনি কাজ করতে চলেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে। ছবির পরিচালক থা তামিলভানন।
Feeling blessed my hindi debut is with the ever green Indian super star @SrBachchan ... thx to God and UYARNDHA MANIDHAN ( tamil/ hindi ) bilingual ????????????????????????.... thx to our super star @rajinikanth blessing us with this welcoming video .... yepdi news chumma adirudulla ???????? pic.twitter.com/SKKQAMBKJp
— S J Suryah (@iam_SJSuryah) August 30, 2018
ভিডিওতে সূর্য থালাইভাকে বলছেন, এই প্রজেক্টটা শুরু করতেই দু বছর লাগল। এমনকি তিনি তামিলভাননকেও ধন্যবাদ জানিয়েছেন ভাল চিত্রনাট্য লেখার জন্য, বিগ বি সেই কারণেই রাজি হয়েছেন বলে তাঁর ধারণা। রজনীকান্তও নিজে শুভেচ্ছা জানিয়েছেন টিমকে। একটি অডিও মেসেজে তিনি বলেন, ''আমার বন্ধু অমিতাভ বচ্চন কাজ করছেন তামিল ছবিতে, এটা সমগ্র তামিল ইন্ডাষ্ট্রির জন্য গর্বের ব্যাপার। তাছাড়া আমি খুশি এস জে সূর্য্যর জন্য, এই ছবি দিয়েই হিন্দি ইন্ডাষ্ট্রিতে অনুপ্রবেশ করল। সবাইকে শুভেচ্ছা জানাই''।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/amitabh-bachchan-to-make-debut-in-tamil-with-s-j-suryah-2-new.jpg)
আরও পড়ুন, ঐশ্বর্য ও তাঁকে নিয়ে অসত্য খবরে বিরক্ত বনশালি
'উয়্যারন্ধা মনিধন' হিন্দিতে শুট হবে, আর এইজন্যই বলা হয়েছে হিন্দিতে ডেবিউ করছেন সূর্য। উয়্যারন্ধা মনিধনের মানে লম্বা মানুষ, যা সিনিয়র বচ্চনের উচ্চতাকেই বোঝাচ্ছে। তবে এক্ষেত্রে কোনও মানুষের গুণও বোঝাতে পারে। পুরো তামিল সিনেমা ইন্ডাষ্ট্রি শুভেচ্ছা জানিয়েছেব এস জে সূর্য্যকে। শুভকামনা জানিয়ে টুইট করেছেন পরিচালক এটলীও।