/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/amitabh-bachchan-759.jpg)
অমিতাভ বচ্চন।
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। সোমবার অর্থাৎ ২৩ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। শারীরিক অসুস্থতার কারণেই অনুষ্ঠানে যেতে পারছেন না অভিনেতা।
টুইটারে নিজের অসুস্থতার কথা জানিয়ে অমিতাভ বচ্চন লেখেন, ''ট্রাভেল করতে বারণ করেছেন চিকিৎসক। সে কারণেই জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে যেতে পারছি না। দুভার্গ্যজনক। অনুশোচনা।''
T 3584/5/6 -
Down with fever .. ! Not allowed to travel .. will not be able to attend National Award tomorrow in Delhi .. so unfortunate .. my regrets ..— Amitabh Bachchan (@SrBachchan) December 22, 2019
আরও পড়ুন, কলকাতায় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত পরিচালক দেবলীনা মজুমদার
পুরস্কারের মঞ্চে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা ফালকে পুরস্কারে সম্মানিত করা হবে অমিতাভ বচ্চনকে। কিন্তু এই পুরস্কার নিতে দিল্লিতে উপস্থিত থাকতে পারছেন না ৭৭ বছরের বর্ষীয়ান অভিনেতা।
১৯৬৯ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। ঘটনাচক্রে বিগ বি-র ডেবিউ ছবি 'সাত হিন্দুস্থানী'-র জন্য এই পুরস্কার পেয়েছিলেন তিনি। স্বর্ণ কমলে সম্মানিত হয়েছিলেন তিনি। পুরস্কার মূল্য ছিল ১০ লক্ষ টাকা।
আরও পড়ুন, রক্ত বেরিয়ে এ কী কাণ্ড! ফুটবল খেলতে গিয়ে আহত রণবীর
সামনে বেশ কয়েকটি কাজ রয়েছে তাঁর। 'ব্রহ্মাস্ত্র', 'গুলাবো সিতাবো'-র মতো ছবি মুক্তির অপেক্ষায়। শেষ তেলেগু পিরিয়ড ড্রামা 'সে রা নরসিংঽম রেড্ডি'-ছবিতে চিরঞ্জীবির সঙ্গে পর্দায় দেখা গিয়ছিল শাহেনশাহকে।