বৃহস্পতিবার মেগাস্টার অমিতাভ বচ্চন প্রায় ২০০০ খাবারের প্যাকেট বিতরণের দায়িত্ব নিলেন। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় দুপুরের ও রাতের খাবার প্যাকেট পৌঁছে দেওয়া হবে। করোনা ভাইরাসের জেরে লকডাউন সারা দেশে। এই সময় গরিব মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন বিগ বি।
৭৭ বছরের অভিনেতা জানিয়েছিলেন, খাবারের প্যাকেটের সঙ্গে তিনি মাসে আরও ৩০০০ ব্যাগের ব্যবস্থা করেছেন। মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বিগ বি-র। হাজি আলি দরগা, মাহিম দরগা, বাবুলনাথ মন্দির, বান্দ্রার বস্তি এলাকা এবং শহরের উত্তরে আরও কিছু বস্তিতে এই সমস্ত সাহায্য পৌঁছে যাবে।
আরও পড়ুন, সামাজিক দূরত্বে থেকেও বন্ধুত্বের অঙ্গীকারের বার্তা ‘লকড ইন টুগেদার’
তিনি নিজের ব্লগে লিখেছেন, ''ব্যক্তিগতভাবে ২০০০ প্যাকেট খাবার প্রতিদিন লাঞ্চ ও ডিনারে শহরের বিভিন্ন প্রান্তে বিতরণ করব। পরবর্তীতে মাসিক ৩০০০ প্যাকেট খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে প্রায় ১২০০০ মানুষকে সাহায্য করতে পারব।''
অভিনেতা মনে করেন দরিদ্র মানুষদের কাছে এই সাহায্য পৌঁছে দেওয়া তাঁর কর্তব্য। আশা করছেন তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। তিনি বলেন, ''লকডাউনের ফলে যেহেতু বাইরে বেরনো বেআইনি হয়ে গিয়েছে, তাই সাহায্য পৌঁছে দেওয়া একটু মুশকিল তো হবেই। খাবারের ব্যাগ আমি তৈরি করে রেখেছি, কিন্তু যাতায়াতের একটা সমস্যা তো রয়েছে।''
আরও পড়ুন, ‘আমরাও শিল্পী কিন্তু প্রচারে নেই, তবু দুর্দিনে মানুষের পাশে আছি’
তিনি আরও বলেন, ''ঈশ্বরকে ধন্যবাদ যে ভলেন্টিয়াররা নিরলস কাজ করে এই কর্মযজ্ঞকে সফল করছে। নইলে এই বিশাল কাজ করে ওঠা সম্ভব হত না।'' সিনিয়র বচ্চন ব্যক্তিগতভাবে প্রত্যেককে সমস্ত নির্দেশাবলী মেনে লাইনে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রতিদিনের পারিশ্রমিকে কাজ করা টেকনিশিয়ানদের সাহায্যার্থে অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনভেডারেশনে তিনি একলক্ষ টাকা দিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন