scorecardresearch

‘পয়সা হজম?.. চিজ বড়ি হ্যায় মাস্ক..’, Twitter ব্লু টিক নিয়ে ফের ঝাঁজালো অমিতাভ

টুইটার কর্তা এলন মাস্ককে বলে ফেললেন বড়সড় কথা!

Amitabh Bachchan, Twitter, Amitabh Bachchan Twitter, Elon Musk, Twitter Blue tick, অমিতাভ বচ্চন, টুইটার, এলন মাস্ক, টুইটার ব্লু টিক, বলিউডের খবর
অমিতাভ বচ্চন, এলন মাস্ক

কথা ছিল ৬৫৭ টাকা দিলেই ফিরবে ব্লু টিক। শর্ত অনুযায়ী অমিতাভ বচ্চন ওই টাকাও দিলেও কোনওরকম সুরাহা হয়নি। তবে এবার জানা গেল, টুইটারে ১ মিলিয়নের বেশি ফলোয়ার থাকলেই বিনামূল্যে সেই ‘নীল চিহ্ন’ উপভোগ করতে পারবেন যে কেউ। যেখানে বিগ বির ফলোয়ারের সংখ্যা ৪৮ মিলিয়ন। এবার সেই প্রেক্ষিতেই এলন মাস্ককে বিঁধে টুইট করলেন অমিতাভ বচ্চন।

টুইটারের ব্লু টিক নিয়ে শোরগোলের অন্ত নেই! দিন কয়েক আগেই সেলিব্রিটি আর আম আদমির প্রোফাইল সমগোত্রীয় করে টুইটার থেকে ব্লু টিক সরিয়ে নেওয়া হয়েছিল। অমিতাভ বচ্চন থেকে রণবীর সিং, রজনীকান্ত, প্রকাশ রাজ, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো অনেকের প্রোফাইল থেকেই উধাও হয়ে গিয়েছিল এই ব্লু টিক। যা নিয়ে কম তোলপাড় হয়নি। সিনিয়র বচ্চন নিজে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার মাস্কের কোম্পানি তাঁর টুইটারে ব্লু টিক ফেরাতেই ফের চাঁচাছোলা বিগ বি।

হিন্দি ভাষায় ব্যঙ্গ করে অমিতাভ লিখলেন, “আরে গুলফাম তো মরে গেল! টুইটার কাকিমা, আপনি বলেছিলেন ব্লু টি মার্ক ফেরাতে হলে টাকা দিতে হবে। যেটা আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। আর এখন আপনি বলছেন, এক মিলিয়ন ফলোয়ার থাকলেই প্রোফাইলে ব্লু টিক ফিরবে। আমার তো ৪৮.৪ মিলিয়ন ফলোয়ার। এবার? খেল খতম, পয়সা হজম? এবার আমি কী করব?”

[আরও পড়ুন: শাহরুখের সঙ্গে রোমান্স-চুমুতে বাঁধা! পাক-অভিনেত্রীর কাণ্ডে রীতিমতো বিরক্ত হয়েছিলেন কিং খান?]

আগের টুইটে অবশ্য এলন মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন ব্লু টিক ফিরিয়ে দেওয়ার জন্য। লিখলেন, “এই যে মাস্ক ভায়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে! ওই নীলকমল ফিরে এসেছে আমার। একটা গান গাইতে ইচ্ছে করছে। আপনি শুনবেন? তু চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্ক..”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Amitabh bachchan wonders what will happen to his money as twitter returns blue ticks to celebs