scorecardresearch

শাহরুখের সঙ্গে রোমান্স-চুমুতে বাঁধা! পাক-অভিনেত্রীর কাণ্ডে রীতিমতো বিরক্ত হয়েছিলেন কিং খান?

শাহরুখ বলে কথা, এদিকে রোমান্স থাকবে না? যেভাবে সামলেছিল পরিস্থিতি…

shah rukh khan, srk in raees, srk romance, pakistani actress with shah rukh
রইস জুটি শাহরুখ-মাহিরা

শাহরুখের সঙ্গে রোমান্স করায় আপত্তি! রোম্যান্স কিং হিসেবে সারা বিশ্বে তিনি পরিচিত, আর তাকেই কিনা একটি গানের শুটিংয়ে রোমান্সের নামে নাকানি চোবানি খেতে হয়েছিল! খোদ এই কথা জানিয়েছেন ‘রইস’ সিনেমার নায়িকা মাহিরা খান।

পাক অভিনেত্রী মাহিরা একরকম বাড়িতে জেদ করেই এসেছিলেন ভারতে কাজ করতে। শাহরুখের সঙ্গে কাজ করার লোভ তিনি সামলাতে পারেন নি। কিন্তু তাই বলে ভয় যে ছিল না এমনটা নয়। সেদেশে, সিরিয়াল কিংবা সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য দেখানোর খুব একটা চল নেই। ফলেই শাহরুখের সঙ্গে রোমান্স করতে হবে ভেবেই ঢোঁক গিলেছিলেন তিনি। কারণ? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জালিমা গানের শুটিংয়ের সময় আমি খুব ভয়ে ছিলাম, যে যদি বেশি কিছু হয়ে যায়?”

আরও পড়ুন [ এ কেমন রূপ প্রিয়াঙ্কার, যে দেখেই চোখ কপালে নিক জোনাসের! ]

একের পর এক শর্ত রেখেছিলেন মাহিরা! চুমু খেতে পারবেন না, এটা করতে পারবেন না, ওটা পারবেন না.. সবেতেই বাঁধা দিয়েছিলেন তিনি। আর তাতেই বেজায় মজা নিয়েছিলেন শাহরুখ। যদিও, প্রথমে তাঁর কাছে সমস্ত বিষয়টা বেশ অবিশ্বাস্য ছিল কিন্তু পরের দিকে এই কারণেই মাহিরাকে রাগিয়েও দিতেন কিং খান। মাহিরার কথায়, “শাহরুখ নিজে থেকেই এসে বলতেন, জানো? এর পরের দৃশ্যে কী আছে?” কিন্তু, দুজন ভালবাসার মানুষের মধ্যে কিছু রোমান্স তো দেখাতেই হবে! অতঃপর, ‘নোস কিসিং’ এর মাধ্যমেই রাজি হয়েছিলেন মাহিরা।

অভিনেত্রীর কথায়, “যখন নোস টু নোস বিষয়টা হল তখন মজার সুরেই শাহরুখ জানতে চান, এবার ঠিক আছে? আর কোনও সমস্যা!” যদিও এই ছবিতে মাহিরা এবং শাহরুখের কেমিস্ট্রি মন জয় করেছিল ভক্তদের। এমনকি পাক প্রদেশে তার কদরও বেড়েছিল বেশ।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mahira khan raees actress said there was an argument with srk during romantic scenes