Amitabh Stands Beside Abhishek : ২২ নভেম্বর মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত 'I Want to Talk'। সুজিত সরকার পরিচালিত এই ছবি বক্স অফিসে সেইভাবে আসর জমাতে পারেনি। এই রকম পরিস্থিতিতে ছেলের পাশে দাঁড়িয়েছেন বিগ বি। নিজের ব্লগে অভিষেকের মনের জোড় বাড়াতে একটি লম্বা চওড়া পোস্ট লিখলেন অমিতাভ। ছেলের অভিনয়ের প্রশংসা করে কী লিখলেন বলিউডের শাহেনশা?
'কিছু সিনেমা আছে যেগুলো শুধুই বিনোদন দেয়। কিন্তু, কিছু সিনেমা প্রকৃত অর্থে সিনেমাই হয়। এটাই আমি বলতে চাই। কেউ এসে তোমাকে সিনেমা তৈরি করবে বলে আমন্ত্রণ জানাল। তোমাকে তোমার জায়গা থেকে তুলে নিয়ে গেল, তারপর সিনেমাহলে বসিয়ে দিল। তারপর বলল, এবার তুমি স্ক্রিনের ভিতর ঢুকে যাও আর ছবিটা দেখ। সেখান থেকে কিন্তু, বেরিয়ে আসার আর কোনও সুযোগ নেই। অভিষেক তুমি কিন্তু, তখন অভিষেক না। তখন তুমি সেই সিনেমার অর্জুন সেন'।
আরও পড়ুন:ছিঃ এ কী কাণ্ড! কিশোর কুমারকে চিনতেন না আলিয়া, হাটে হাঁড়ি ভাঙলেন রণবীর
অমিতাভ তাঁর বাবার স্মৃতিচারণা করে লেখেন, 'যেটা ভালো সেটা আমার ভালো বলেই সকলে জানবে। আর যেটা খারাপ সেটা আমার খারাপ হিসেবেই সকলে দেখবে। যার আমাকে যতটা প্রয়োজন সে আমাকে ততটাই চাইবে। কিন্তু, আমি বলতে চাই, ভাল থাকার আকাঙ্খাটা খুব ভাল। কিন্তু, খারাপের প্রতিও লোভ থাকতে হবে। কিন্তু, তুমি প্রয়োজন বুঝে ভাল-খারাপের চিন্তাভাবনা করবে। আর সেটাই হবে আমার পরিচয়। আমি কিন্তু যেটা ছিলাম সেটা প্রথমেই ছিলাম না। তাতে তুমি আমাকে ভাল বা খারাপ যেটাই ভাবো। তোমার তো আমাকে এইটুকু বুঝতেই হবে'।
সবশেষে অমিতাভ লেখেন, 'যদি কাউকে ভাল মনে হয় সেটা সম্পূর্ণ তোমার চিন্তাভাবনা। আবার যদি কাউকে খারাপ মনে হয় তাহলেও সেটা একান্তই তোমার মত। আমার পরিচয়কে কতটা গুরুত্ব দিচ্ছ সেটার উপর নির্ভর করবে তুমি আমাকে ভাল ভাবছো না খারাপ। জীবনের চিরন্তন সত্য আমাকে নিয়ে মিথ্যা লেখা। তোমার প্রয়োজন আমার মধ্যে ভালটা দেখতে পাওয়া। আমাকে তুমি কতটা চিনতে পারলে বা পারলে না'।