Amitabh Bachchan's longtime secretary Sheetal Jain: বলিউডে অত্য়ন্ত সজ্জন বলেই পরিচিত ছিলেন শীতল জৈন। বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের ব্যক্তিগত সচিব হিসেবেই মূলত পরিচিতি ছিল তাঁর যদিও পরে প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। আজ ৮ জুন, মুম্বইয়ে তাঁর জীবনাবসান হয়। প্রয়াত শীতল জৈনের বয়স হয়েছিল ৭৭ বছর। মুম্বই চলচ্চিত্র জগতে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ছিল শুধু কিংবদন্তি তারকার সচিব হিসেবে নয়, একজন অত্যন্ত বিনয়ী ও নম্র স্বভাবের মানুষ হিসেবে।
একজন তারকার জীবনে তাঁর সচিবের ভূমিকা ঠিক কতখানি সেই সম্পর্কে সব সময় তারকার গুণমুগ্ধরা ওয়াকিবহাল থাকেন না। ব্যক্তিগত সচিবের দক্ষতার উপরে একজন অভিনেতা বা অভিনেত্রীর কেরিয়ার গড়ে উঠতে পারে। কনট্রাক্টের খুঁটিনাটি, আইনি জটিলতা থেকে শুরু করে তারকাকে পেশাগত পরামর্শ দেওয়া, এই সবটাই সচিবেরা করে থাকেন। প্রয়াত শীতল জৈনের উপর পেশাগত খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত নির্ভর করতেন অমিতাভ বচ্চন, এমনটাই শোনা যায়।
আরও পড়ুন: নীলকে জন্মদিনের শুভেচ্ছা তৃণার, মন ছুঁয়ে যাওয়া কিছু কথা
তাঁর ব্যক্তিত্ব এতটাই সুমধুর ছিল যে অন্যান্য তারকা অভিনেতা ও পরিচালকেরাও গুণমুগ্ধ ছিলেন। ৮ জুন তাঁর জীবনাবসানের সংবাদটি পেয়ে অনেকেই টুইটারে এবং বিভিন্ন সোশাল মিডিয়া হ্যান্ডলে শোকপ্রকাশ করেন। সুভাষ ঘাই তাঁর টুইটে লেখেন, ''আজ চলচ্চিত্র জগতের একজন বড় বন্ধু চলে গেলেন... অমিতজির মতোই শীতলজিও অত্যন্ত বিনয়ী ও বড় মাপের মানুষ ছিলেন। তাঁকে অনেকটা কাছ থেকে দেখেছি, অত্যন্ত গভীর দর্শন ও সহমর্মিতায় সম্পৃক্ত মানুষ ছিলেন তিনি।''
আরও পড়ুন: অমিতাভের শুভেচ্ছাবার্তা দিয়ে জিতের ‘শেষ থেকে শুরু’
অনুপম খেরও তাঁর টুইটার হ্যান্ডলে লিখেছেন, ''প্রযোজক শীতল জৈন আর নেই, সেই খবরটি পেয়ে অত্যন্ত শোকাহত। আমি দীর্ঘদিন ওঁকে চিনি সিনিয়র বচ্চনের সচিব হিসেবে। খুবই নম্র ও সজ্জন মানুষ ছিলেন তিনি...।'' পরিচালক মধুর ভাণ্ডারকর-সহ আরও অনেকেই সোশাল মিডিয়ায় শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত প্রযোজককে।