Advertisment
Presenting Partner
Desktop GIF

অমিতাভের দেহরক্ষী বছরে কত টাকা পান? জানলে চোখ কপালে উঠবে

বিগ বি'র দেহরক্ষীর মাইনে শুনে চক্ষু চড়ক গাছ! দ্রুত বদলির নির্দেশ পুলিশ কমিশনারের।

author-image
IE Bangla Web Desk
New Update
Amitabh Bachchan, Amitabh Bachchan's real surname, অমিতাভ বচ্চন, অমিতাভের আসল পদবী, কেবিসি, bengali news today

জাত লুকোতে পদবী ছাঁটতে হয়েছে অমিতাভকেও

বলিউড সুপারস্টারদের দেহরক্ষীদের মাস মাইনে হার মানাবে কোনও সংস্থার সিইও-র বেতনকেও। দিন কয়েক আগেই বিরাট-অনুষ্কার দেহরক্ষীর বেতন নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবার নজরে এল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) দেহরক্ষীর মাস মাইনে। বছরে কত আয় করেন বিগ বি'র বডিগার্ড? সেই হিসেব শুনলে আপনার চক্ষুও চড়কগাছ হতে বাধ্য। যা প্রকাশ্যে আসার পরই হইচই শুরু হয়ে গিয়েছে বলিউডের অন্দরমহল থেকে মুম্বইয়ের পুলিশ (Mumbai Police) প্রশাসনেও। এমনকী দ্রুত তাঁর বদলির নির্দেশ দিয়েছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার খোদ।

Advertisment

তা কত বেতন পান অমিতাভ বচ্চনের দেহরক্ষী? সূত্রের খবর অনুযায়ী, বছরে ওই ব্যক্তির আয় দেড় কোটি। একজন বডিগার্ড হয়ে তাঁর এহেন মোটা অঙ্কের বেতন শুনে তো হতবাক ঘনিষ্ঠমহল। রীতিমতো আলোচনাও শুরু হয়ে গিয়েছে তা নিয়ে। অতঃপর দ্রুত বিগ বি'র বডিগার্ডকে ডিবি মার্গ থানায় বদলি করে দিয়েছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে।

<আরও পড়ুন: স্বামী রাজ কুন্দ্রা জেলে, ভাল থাকার ‘পাসওয়ার্ড’ পেলেন শিল্পা শেট্টি>

পুলিশি সূত্রে খবর, শিন্ডে ২০১৫ সাল থেকে অমিতাভের দেহরক্ষী হিসেবে নিযুক্ত। অভিনেতা X ক্যাটাগরির নিরাপত্তা পান। যার অর্থ, বিগ বি যেখানেই যান না কেন, সঙ্গে ৪ জন পুলিশকর্মী সর্বদাই তাঁকে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। রাতে এবং দিনে শিফট অনুযায়ী ২ জন করে।

অমিতাভের দেহরক্ষী বদলানোর এই সুপারিশ এসেছে উপরমহল থেকে। পুলিশ কমিশনার নাগরালেই দিয়েছেন এই নির্দেশ। কারণ, রীতি অনুযায়ী ৫ বছরের বেশি কেউ একই ব্যক্তির বডিগার্ড হিসেবে নিযুক্ত থাকতে পারেন না। তবে ইতিমধ্যেই শিন্ডের বার্ষিক আয় নিয়ে শোরগোল পড়ে যাওয়ার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। আর সেই তথ্য যদি সত্যি হয়ে থাকে, তাহলে খুব শিগগিরিই নোটিশ দেওয়া হবে অমিতাভের দেহরক্ষীকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood amitabh bachchan
Advertisment