Advertisment

এক নয়, এত বছর পর কোলের দুই মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অমিতাভ!

এই প্রথম এক ঐতিহাসিক ছবি সামনে এনেছেন অমিতাভ…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Amitabh Bcahchan, Amitabh Bcahchan news, Amitabh Bcahchan bollywood, Amitabh Bcahchan update, Amitabh Bcahchan daughters, amitabh Bcahchan, Amitabh Bcahchan movies, Amitabh Bcahchan movie songsa, Amitabh Bcahchan daughter sweta, Amitabh Bcahchan bolly news, Amitabh Bcahchan new movies, অমিতাভ বচ্চন, অমিতাভের মেয়ে, অমিতাভের সিনেমা, অমিতাভের খবর, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, indian express entertainment news, ie entertainment news, today news update, celen world, bollywood celeb news

দুজন কে কে এই ছবিতে?

অমিতাভের কোলে দুই হিরোইন! নাকি অন্য কেউ? তখন বিগ বির বয়স নেহাতই কম। বার্থডে টুপি পরে দুই পুঁচকেকে কোলে নিয়ে এক মিষ্টি ছবি শেয়ার করলেন অমিতাভ।

Advertisment

ইন্ডাস্ট্রির শাহেনশা হলেও কারওর কাছে তিনি বাবা, আবার কারওর কাছে কাকু, জেঠু। তাঁর কোলে দুই খুদেকে দেখলে চেনা দায়, যে আসলেই কে। তাদের মধ্যে একজন ইন্ডাস্ট্রির চেনা মুখ, আরেকজন অমিতাভের কন্যা। কোনটা কে, যদি অমিতাভ পরিচয় করিয়ে না দিতেন তবে বোঝা সম্ভব নয়। স্মৃতির পাতা ঘেঁটে এক বহুমূল্য ছবি বের করেছেন অমিতাভ।

মেয়ে শ্বেতার জন্মদিনে তোলা এই ছবি দেখে আবেগপ্রবণ অমিতাভ। সকলের সঙ্গে তিনি পরিচয় করিয়ে দিলেন দুই কন্যার। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "আমার কোলে যে এই দুজন, একজন যে চেক জামা পরা বাঁদিকে, আমার মেয়ে শ্বেতা। আর ডানদিকে যে সাদা ফ্রক পড়া সেটি হল টুইঙ্কেল খান্না।" রাজেশ খান্নার সঙ্গে বেশ ভাল বন্ধুত্ব ছিল তার। সেই সুবাদেই তখন টুইঙ্কেল ছিলেন অমিতাভের আরেক মেয়ের মত। বেশ শান্ত হয়েই বিগ বির কোলে বসে রয়েছেন টুইঙ্কেল। অমিতাভ আরও লিখলেন...

আরও পড়ুন < ব্যবসা একেই বলে, পায়ের ব্যাথা ঠিক হতেই নতুন ভাবনা রচনার! ‘দিদি নম্বর ওয়ান’ ছাড়বেন অভিনেত্রী? >

"সময় কীভাবে পেরিয়ে যায়। টুইঙ্কেল এখন অক্ষয়ের স্ত্রী আর আমার মেয়ে নিখিলের। ওরা দুজনেই দুটি করে সন্তানের মা। এই ছবিতে টুইঙ্কেল ঠিক যতটাই শান্ত আমার মেয়ে ততটাই উত্তেজিত, যেন গোল করেছে ও"। অমিতাভের পোস্ট দেখে উৎফুল্ল দর্শকরা। মাঝেমধ্যেই তিনি, পুরনো সব ছবি শেয়ার করেন। মেয়ে শ্বেতা বললেন, খুব হাসি পাচ্ছে না? এই বয়সে নিজের ছোটবেলার এহেন ছবি দেখে কী বলবেন ভেবে পাচ্ছেন না তিনি।

আরও পড়ুন < না ফেরার দেশে অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়! পোস্ট ঘিরে জোরালো বিতর্ক >

উল্লেখ্য, রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার সন্তান টুইঙ্কেল। বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। কেউ কেউ তো তাঁকে গুলিয়ে ফেলত রবিনার সঙ্গেও। অন্যদিকে, শ্বেতা তিনি সারাজীবন লাইমলাইট থেকে দূরে। বাবার সঙ্গে এদিক ওদিক গেলেও অভিনয় থেকে শত ক্রোশ দূরে ছিলেন তিনি।

bollywood amitabh bachchan Entertainment News
Advertisment