Advertisment

ব্যবসা একেই বলে, পায়ের ব্যাথা ঠিক হতেই নতুন ভাবনা রচনার! 'দিদি নম্বর ওয়ান' ছাড়বেন অভিনেত্রী?

এখন অনেকটাই সুস্থ তিনি, অভিনেত্রী দিতে চলেছেন বিরাট সারপ্রাইজ

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rachana banerjee, didi no one, rachana banerjee didi number one, zee bangla

রচনা বন্দ্যোপাধ্যায়

'দিদি নম্বর ওয়ান', শাড়ির ব্যবসা এসব করেও হচ্ছে না? আবার নতুন ব্যবসায় নাম লেখাতে চলেছেন রচনা বন্দোপাধ্যায়! প্রথম ব্যবসা শুরু করার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোল কম হয়নি, তবে এবার?

Advertisment

ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকাই আছেন যাদের নিজস্ব ব্যবসা রয়েছে। কারওর খাবার দোকান, কারওর ক্যাফে আবার কারওর লাক্সারি ব্র্যান্ড, কেউ কেউ তো এয়ারলাইন কোম্পানির মালিক। ফলেই তারকাদের ব্যবসায়ী হওয়ার নমুনা এই নিয়ে নতুন নয়। তবে, রচনাকে ঘিরে মাঝেমধ্যেই লেগে থাকে বিতর্ক। যেমন? তাঁর শাড়ির ব্যবসা শুরু হওয়ার পরই অনেকে এমন দাবি করেছিলেন তারকা সেও আবার জামাকাপড় বিক্রি করছে, তাঁর থেকেই তো লোকজন কিনবে। এতে ছোট ব্যবসায়ীদের অনেক লোকসান হবে।

কিন্তু, বাইরের কথাকে সবসময় বুড়ো আঙুল দেখাতেই ভালবাসেন রচনা। এবার নাকি প্রসাধনীর ব্যবসা শুরু করতে চলেছেন তিনি। ঘটনায় অভিনেত্রীর তরফে স্বীকারোক্তি না মিললেও কানাঘুষো খবর অগাষ্ট মাসের মধ্যেই নাকি নতুন ব্যবসা নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। সমস্ত ব্যবস্থা নাকি করে ফেলেছেন, এবার শুধুই মার্কেটে পা রাখার পালা। কিন্তু পারবেন তো? এত এত প্রসাধনী ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য বিশেষ কিছু তো রাখতেই হবে। নিশ্চই সেই প্ল্যানিং সেরে ফেলেছেন তিনি।

আরও পড়ুন < বাড়িতে পড়ে গিয়ে জোরালো চোট! কর্তব্যের খাতিরে বসে বসেই শুটিং করছেন রচনা >

'দিদি নম্বর ওয়ানের' পর থেকেই তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। এখন তিনি শুধুই সকলের কাছের দিদি। এই শয়ের মাধ্যমেই তিনি পৌঁছে গিয়ছেন সকলের কাছে। এত বছরের সঞ্চালনা জীবনে মাত্র দুটো সিজন রচনার হাতছাড়া হয়েছিল, তারপর থেকে যে কে সেই। তাঁকে ছাড়া এই শো ভাবা দায়। তাই তো, পায়ে গুরুতর চোট পেয়েও থেমে থাকেন নি। বরং বসে বসে কাজ করেছেন।

শাড়ির ব্যবসায় বেশ সফল হয়েছেন তিনি। এবার, নতুন ব্যবসার পালা। ব্র্যান্ডের নামও ভেবে ফেলেছেন তিনি। সামনের দিনে ব্যবসাকে আরও বড় আকার দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

tollywood Entertainment News
Advertisment