Khadaan Kishori Song: বক্স অফিসে দাবানলের গতিতে ছুটছে খাদানের বক্স অফিস কালেকশন। ৩ জানুয়ারি শুক্রবার দেশজুড়ে মুক্তি পেল দেব-ইধিকা-যীশু অভিনীত খাদান। মুম্বই, দিল্লি, পুণে, হায়দরাবাদ সহ ৯টি রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পেল খাদান। দেবভক্তরা এবার হলে বসে খাদান দেখার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন। ২০ ডিসেম্বর ছবি মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে খাদান ঝড়।
রায়গঞ্জে রাত আড়াইটের শো হাউজফুল, যা বাংলা সিনেমার ক্ষেত্রে নজির গড়েছে। অ্যাকশন মুখর ছবিতে দর্শককে রোম্যান্সের স্বাদ দিতে রয়েছে মধু মাহাতো আর লতিকাকর 'কিশোরী'। যে গান এখন ১৮ থেকে ৪৮ সকলের মুখে মুখে। আমূলের তরফে 'The Taste of Bengal' তকমা পেল কিশোরী।
খাদানের সাফল্যের মুকুটে এভাবেই জুড়ল নতুন পালক। আমূল-এর বিজ্ঞাপনীতে ফুটে উঠেছে কিশোরাী গানের দৃশ্য। যেখানে মধুর হাতে ঢোল আর লতিকা নাচছে কোমড় দুলিয়ে। খাদানে দেব-ইধিকার মাখমাখ প্রেমের রসায়নকে ছাপিয়ে গিয়েছে 'কিশোরী' গানের জনপ্রিয়তা। বর্ষবরণের রাতেও ইতিউতি শোনা গিয়েছে কিশোরীর ধুন। এবার জাতীয় খাদ্যপ্রস্তুতকারক সংস্থা আমূলের বিজ্ঞাপনেও ঠাঁই পেল মধু-লতিকার নাচের ভঙ্গি।
আমূলের বিজ্ঞাপনে কিশোরী গানের ঝলকে খুশি দুই প্রযোজনা সংস্থা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মসও নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে এই বিজ্ঞাপনটি শেয়ার করেছেন। সুরিন্দর এই পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'এবার আমরা আনুষ্ঠানিকভাবে কিশোরীকে বলতে পারি দ্য টেস্ট অফ বেঙ্গল।' শেষে একটা লাভ ইমোজি।
বেঙ্গল ট্যুর করে খাদানের অভিনব প্রচার সেরেছেন দেব। এখনও প্রচার চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় হল ভিজেটে যাচ্ছেন। সেখানে বক্তদের সঙ্গে সেলফিতে মাতোয়ারা সুপারস্টার। ২ জানুয়ারি খাগানের স্পেশ্যাল স্ক্রিনিংয়ে ছিল তারকাদের চাঁদের হাট। প্রসেনজিৎ-ঋতুপর্ণা-ইধিকা-সুজিত-রুক্মিণীকে নিয়ে কেক কেটে খাদানের সাফল্য সেলিব্রেট করেছেন দেব।
এই দিনই সকালে দুচোখে অনেক স্বপ্ন নিয়ে ক্যানসারের কাছে হার মানলেন বাঘা যতীন খ্যাত পরিচালক অরুণ রায়। মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়েছেন তখনও দেবের সঙ্গে কাজ করার বাসনা তাঁর মনে। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনে সেই কথা জানিয়েছেন বাঘা যতীনের ইন্দু সৃজা দত্ত। অরুণ রায়কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন দেব। দায়িত্ব নিয়ে শেষকৃত্য করেছেন দেব-রুক্মিণী। চোখের জলেই অরুণ রায়কে বিদায় জানিয়েছেন তারকা জুটি।