/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
চলে গেলেন অভিনেতা... Photograph: (ফাইল চিত্র)
জন উডভাইন, প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা যিনি তাঁর অসাধারণ থিয়েটার পারফরম্যান্সের পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন, তিনি ৬ অক্টোবর ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। 'অ্যান আমেরিকান ওয়্যারউলফ ইন লন্ডন'-এর মতো জনপ্রিয় ছবিতে তাঁর স্মরণীয় চরিত্রের জন্য তিনি চিরকাল দর্শকের মনে থাকবেন।
ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, প্রবীণ এই অভিনেতা সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এজেন্ট ফিল বেলফিল্ড খবরটি নিশ্চিত করেছেন। যদিও মৃত্যুর বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। অফিসিয়াল বিবৃতিতে বিনোদন জগতে তাঁর গভীর প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে এবং তাঁর প্রিয় কিছু চরিত্রের কথাও স্মরণ করা হয়েছে। বেলফিল্ড জানান, “জন সকলের কাছেই অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। যারা তাঁর সঙ্গে দেখা করেছেন, তাঁকে চিনতেন বা তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁরা সবাই তাঁকে গভীরভাবে মিস করবেন এবং মনে করবেন তাঁকে। আমরা সবাই ভাগ্যবান যে তাঁকে চিনতে পেরেছি।”
প্রবীণ এই অভিনেতা রেখে গেছেন তাঁর স্ত্রী লিন ফার্লি এবং দুই কন্যা — মেরি উডভাইন ও এমা উডভাইনকে। সাত দশকেরও বেশি সময়জুড়ে, তাঁর অভিনয়জীবনে জন উডভাইন ৭০টিরও বেশি মঞ্চনাটক, অসংখ্য টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অন্যতম জনপ্রিয় চরিত্র ছিল হরর-কমেডি অ্যান আমেরিকান ওয়্যারউলফ ইন লন্ডন-এ। এছাড়াও, ১৯৬৩ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত জনপ্রিয় ক্রাইম সিরিজ জেড-কারস-এ এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করে, তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন।
১৯৫২ সালে অভিনয়জীবন শুরু করে তিনি ২০২২ সালে অবসর গ্রহণ করেন। নিউ স্কটল্যান্ড ইয়ার্ড সিরিজে (১৯৭২-১৯৭৪) গোয়েন্দার চরিত্রে, তাঁর পারফরম্যান্সও বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে 'দ্য ক্রাউন' সিরিজের প্রথম সিজনে ইয়র্কের আর্চবিশপের ভূমিকায় তাঁকে দেখা যায়, যা নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তাঁকে প্রিয় করে তোলে।
থিয়েটার মঞ্চেও তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। ম্যাকবেথ-এ ব্যাঙ্কোর ভূমিকায় স্যার ইয়ান ম্যাককেলেন এবং ডেম জুডি ডেঞ্চের বিপরীতে তাঁর অভিনয় আজও স্মরণীয়। ১৯২৯ সালের ২১ জুলাই ইংল্যান্ডের টাইন অ্যান্ড ওয়্যারের সাউথ শিল্ডসে জন্মগ্রহণ করেন জন উডভাইন। বিখ্যাত রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট (RADA)-এ প্রশিক্ষণ নেওয়ার পরই শুরু হয় তাঁর অভিনয় জীবন- যা পরবর্তীতে তাঁকে ব্রিটিশ থিয়েটার ও টেলিভিশনের অন্যতম শ্রদ্ধেয় নাম হিসেবে প্রতিষ্ঠিত করে।