Advertisment
Presenting Partner
Desktop GIF

Arjun Kapoor on Break-up: বিচ্ছেদ বিরহে একাকীত্বে ভুগেছেন! ভাঙা মনে কী ভাবে প্রলেপ দিচ্ছেন অর্জুন?

Arjun Kapoor on Break-up with Malaika Arora: চলতি বছরেই প্রেমে বিচ্ছেদ হয়েছে অর্জুন কাপুরের। মালাইকাকে আজও ভুলতে পারছেন না? একাকীত্ব থেকে বাঁচতে কী করতে চান অভিনেতা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Arjun Kapoor on Break-up: মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর কী করছেন অর্জুন কাপুর?

Arjun Kapoor on Break-up: মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর কী করছেন অর্জুন কাপুর?

Arjun Kapoor on Break-up with Malaika Arora: অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেমচর্চা একটা সময় হয়ে উঠেছিল পেজ ৩-এর টাটকা টপিক। প্রকাশ্য দিবালোকে হাতে হাত রেখে প্রেমে মশগুল দুজনে। কখনও রেস্তোরাঁয় তো কখনও আবার লং ড্রাইভে একসঙ্গে যেতেন দুজনে। ২০১৮ সাল থেকেই অর্জুন-মালাইকার প্রেম নিয়ে কানাঘুষো শোনা যেত। কিন্তু, প্রেমে সিলমোহর দিয়েছেন প্রায় এক বছর পর। ২০১৯- এ আনুষ্ঠানিকভাবে প্রেমের ইস্তেহার করেছেন প্রাক্তন প্রেমিক যুগল। 

Advertisment

কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। চলতি বছরেই আলাদা হয়েছে দুজনের পথ। অর্জুনের জন্মদিন পার্টিতে দেখা মেলেনি মালাইকার। তবে প্রাক্তনের পিতৃবিয়োগে অরোরা পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অর্জুন। একইসঙ্গে নিজেকে সিঙ্গলও ঘোষণা করেছেন। কিন্তু, প্রেমে বিচ্ছেদ তারকার মনে বড্ড প্রভাব ফেলেছে? ভাঙাচোড়া মনে প্রলেপ লাগাতে পেরেছেন অভিনেতা? 'দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া'-কে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন জানালেন তাঁর জীবনযুদ্ধের কথা। 

বয়স ৪০ ছুঁইছুঁই। 'দ্য মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর' অর্জুন জানান, একাকীত্ব কী ভাবে তাঁকে গ্রাস করেছে। প্রেমের সেই সুন্দর মুহূর্তগুলো যেন আজও তাড়া করে তাঁকে। স্মৃতিচারণা করতে গেলেই আবেগঘন হয়ে পড়েন। তবে আবেগের সঙ্গে সমঝোতা করার লড়াই শুরু হয়েছে ২০১২ সাল থেকে। সেই বছর মাকে হারান অর্জুন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে 'ইশকজাদে' খ্যাত অভিনেতা বলেন, 'সম্পর্ক নিয়ে কোনও কথা বলা খুব একটা পছন্দ করি না। আমার মনে হয় জীবনে যা ঘটছে সেটাকে সম্মান করা উচিত।' অর্জুন আরও বলেন, 'এই বিষয় নিয়ে গভীরে কথা বলতে চাই না। অতীতের ঘটনার সঙ্গে বর্তমানকে কখনওই জুড়তে চাই না।'

আরও পড়ুন ১৮ বছর পর এক ফ্রেমে অক্ষয়-গোবিন্দা-পরেশ, কোন ছবিতে দেখা যাবে তিন মূর্তিকে?

কী বলেছেন অর্জুন কাপুর?

সাক্ষাৎকারে অর্জুন তাঁর জীবনের কঠিন সময়ের কথা শেয়ার করতে গিয়ে বলেন, '২০১৪-তে যখন মা মারা যান তখন বোনও দিল্লিতে। বাড়িটা পুরো ফাঁকা মনে হত। ইন্ডাসট্রিতে যখন নিজের পরিচয় তৈরি করতে পারলাম তখন ব্যক্তিগত জীবন আর শরীরচর্চা নিয়েই ব্যস্ত হয়ে যাই। সেই সঙ্গে কেরিয়ারটাও সামলাই। আজকের দিনে একটাই কথা মনে হয়, নিজের যত্ন নেওয়া উচিত'।

আরও পড়ুন 'আমাদের অনুশোচনা হয় এখন...', করণের সঙ্গে বন্ধুত্ব ফ্যাসাদে ফেলল রানী-করিনাকে?

Malaika Arora arjun kapoor Bollywood News Bollywood Couple Bollywood Couples Entertainment News
Advertisment