Advertisment
Presenting Partner
Desktop GIF

'A' ছাড়া গতি নেই? আরিয়ানকে ভুলে ভরা হাটে আদিত্যর প্রেমে মুখ ঢাকলেন অনন্যা!

অনন্যা-আদিত্যর প্রেম নিয়ে জোরালো চর্চা!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aditya ananya, adiya ray kapoor, ananya pandey, adi ananya, aryaan khan, aryaan khan NCB, আদিত্য রায় কাপুর, অনন্যা পাণ্ডে, আরিয়ান খান, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

আদিত্য-অনন্যার প্রেম

আবারও বলিপাড়ায় প্রেমের গুঞ্জন। এতদিনে আড়ালে হলেও, এবার প্রকাশ্যেই লাভ বার্ডস প্রেম করে বেড়াচ্ছেন। আদিত্য রায় কাপুর এবং অনন্যা পান্ডের প্রেম মুম্বইয়ের আকাশে বাতাসে।

Advertisment

গতকাল সন্ধেবেলায় গাড়ি নিয়েই ঘুরতে বেরোলেন আদি এবং অনন্যা। আর ক্যমেরার সামনে আসতেই মুখ ঢাকলেন অনন্যা। সেই দেখেই গুজগুজ ফিসফিস নেটপাড়ায়। প্রেমই তো করছেন, অন্যায় তো করছেন না? মুখ ঢাকছেন কেন? স্পেনের মাটিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। সেই থেকেই দুজনের প্রেম কাহিনীর চর্চা তুঙ্গে।

এদিকে, বলিউডের ওয়ান ব্যাচেলর আদিত্যর জীবনে অনন্যাকে নিয়েও আলোচনা কম নেই। একেই দুজনের বয়সের ফারাকের দিকে আঙুল তুলছেন বেশিরভাগ। আবার কেউ বলছেন, আদির সঙ্গে একেবারেই খাপ খায় না অনন্যা। কিন্তু, মানুষের কাজই হচ্ছে বলা। তারা তো বলবেই। অনন্যা বলিউডে প্রথম দিন থেকেই স্ট্রাগল গার্ল হিসেবে পরিচিত। অভিনয় দিয়ে একেবারেই মন জয় করতে পারেন নি তিনি। হিট ছবির সংখ্যা নেই বললেই চলে।

আরও পড়ুন < রিলিজের এক সপ্তাহ আগেই কাটাছেঁড়া, ‘রকি আউর রানি’ থেকে বাদ পড়ল ‘মমতা দিদি’-লোকসভা >

A- নামের সঙ্গীই পছন্দ? কখনও আরিয়ান আবার তাঁর থেকে পাত্তা না পেতেই আদিত্য? অনুরাগীরা তাঁকে প্রকাশ্যে মুখ ঢাকতে দেখে বলছেন, "এহেন আচরণের কী আছে? সবাই তো সব জানে। তাঁর মানে কি কোনও গন্ডগোল পাকাচ্ছেন তিনি?" আবার, কেউ কেউ এমনও বলছেন, "এটা কোনও নতুন ছবির প্রমোশন নয় তো?"

উল্লেখ্য, 'দ্যা নাইট ম্যানেজারে' আদিত্য মন জয় করেছেন। অন্যদিকে, অনন্যা লাইগার ছবিতে বিজয় দেভেরাকণ্ড এর বিপরীতে কাজ করেন। NCB কাণ্ডে আরিয়ানের জেল হওয়ার আগেও অনন্যার সঙ্গে তাঁর বেজায় বন্ধুত্ব ছিল। কিন্তু, হঠাৎ সব পাল্টে গেল। একটি পার্টিতে অনন্যাকে দেখেও না দেখার ভান করেন আরিয়ান। এমনকি জন্মদিনে অনন্যার তরফে শুভেচ্ছা পেলেও পাল্টা রিপ্লাই করেননি।

aditya roy kapoor Ananya Pandey bollywood Entertainment News
Advertisment