আয়ুষ্মান খুরানা ও তাব্বুর 'অন্ধাধুন'-এর ঝলক বলছে চোখ ফেরাতে পারবে না দর্শক
শ্রীরাম রাঘবনের 'অন্ধাধুন' ছবিতে অভিনয় করতে দেখা যাবে আয়ুষ্মান খুরানা, রাধিকা আপ্তে, তাব্বু এবং অনিল ধাওয়ানের মতো অভিনেতাদের। ৫ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।
মুক্তি পেল শ্রীরাম রাঘবনের ছবি অন্ধাধুনের ট্রেলার। আর তাতেই দর্শক পরিচিত হল হ্যাপি গো লাকি পিয়ানো বাদক আয়ুষ্মান খুরানার সঙ্গে। ট্রেলারে তাঁকে বলতে শোনা যাবে, যখন মানুষ অন্ধ হওয়ার সমস্যার কথা জানে তখন সুবিধেগুলোর বিষয়ে অবগত নয় কেন। তারপরেই আমরা মুখোমুখি হই প্রথম সুবিধে অর্থাৎ রাধিকা আপ্তের সঙ্গে। ছবিতে আয়ুষ্মানের প্রণয়াকাঙ্খীর ভূমিকায় দেখা যাবে রাধিকাকে। তাব্বুর সঙ্গে পরিচয় হওয়ার আগে কিন্তু ঠিকঠাকই ছিল আয়ুষ্মানের জীবন। পরিচালক আমাদের ইঙ্গিত দিয়েছেন যে তাব্বুর চরিত্রই আয়ুষ্মানের জীবনে সমস্যা আনে। আর তখন থেকেই জাল বোনা শুরু রহস্যের।
Advertisment
এরপরই ছবিতে একজন খুন হন, আর সেই মৃত্যুই প্রশ্ন তোলে অন্ধের পক্ষে কি খুন করা সম্ভব? তাহলে কি আয়ুষ্মান অন্ধ নন? কারণ থিয়েটারে সটান রাধিকার কাছ থেকে পপকর্ন তুলে নেওয়া কিংবা গাড়ি দাঁড়িয়ে যেতে দেখে তাব্বুকে প্রশ্ন করা সামনে ঐশ্বর্য রাইয়ের পোস্টার লাগান কোনও অটো আছে কিনা আপনার সন্দেহের উদ্রেক হতে বাধ্য।
ছবির চরিত্র নিয়ে এর আগে আয়ুষ্মান ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে বলেন, প্রত্যেকটা ছবি থেকে শেখার রয়েছে, সেটা একই ধারার হলেও। শ্রীরাম রাঘবন ভীষণ গোছানো পরিচালক। ও আপনাকে একটা পরিস্থিতি দেবে, সামাজিক পরিবেশ দেবে সেখানে আপনাকে রিয়্যাক্ট করতে হবে। আমি থিয়েটার থেকে এসেছি তাই ইম্প্রোভাইজ করতে অসুবিধে হয়না। এটা যেকোন অভিনেতার জন্য চ্যালেঞ্জিং যে কাগজে যা লেখা নেই সেটা নিয়ে কাজ করতে হবে। কোন নন অ্যাক্টর ওঁর সঙ্গে কাজ করতে পারত ন, আমি নিশ্চিত। ভাল ও সাবলীল অভিনেতা হতে হবে শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ করতে গেলে। ৫ অক্টোবর মুক্তি পাবে 'অন্ধাধুন'।