Advertisment
Presenting Partner
Desktop GIF

The Zebras Oscar Nomination: গোল্ডেন লেডি হাতে নিতে গেলে এখনও অনেক পথ চলতে হবে: অনীক চৌধুরী

The Zebras: অস্কারে মনোনয়েনের জন্য লড়াইয়ের ময়দানে সামিল অনীক চৌধুরীর The Zebras। অস্কারের মঞ্চে নিজের ছবিকে দেখে কী প্রতিক্রিয়া পরিচালকের?

author-image
Kasturi Kundu
New Update
গোল্ডেন লেডি হাতে নিতে গেলে এখনও অনেক পথ চলতে হবে: অনীক চৌধুরী

গোল্ডেন লেডি হাতে নিতে গেলে এখনও অনেক পথ চলতে হবে: অনীক চৌধুরী

Aneek Chaudhuri The Zebras: অস্কারে মনোনয়নের ইঁদুর দৌঁড়ে এবার এগিয়ে গেল বাঙালি পরিচালক অনীক চৌধুরীর সিনেমা 'দ্য জেব্রাজ'। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক অনীক চৌধুরীর এই ছবিটি সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়, আন্তর্জাতিক ছবির মতো একাধিক বিভাগে প্রতিযোগীতার লড়াইয়ের অংশীদার। ক্যাপ্টেন অফ দ্য শিপ তো অনীক, আর তাঁর সারথীদের তালিকায় রয়েছেন টলি ক্যুইন প্রিয়াঙ্কা সরকার,  ঊষা বন্দ্যোপাধ্যায়, শারীব হাসমির মতো সেলেবরা। 

Advertisment

অনীক চৌধুরীর হাত ধরে বলিউডে ডেবিউ করলেন টলি সুন্দরী প্রিয়াঙ্কা সরকার। ২০২৩-এ পরিচালক অনীক তাঁর দ্য জেব্রাজের কথা ঘোষণা করেছিলেন। এই ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে দেখা যাবে বলিউডের শারিব হাশমিকে। বর্তমান ফ‌্যাশন জগতের একটা দিককেই তুলে ধরেছেন 'দ্য জেব্রাজ'-এ। সিনেমার অনেকটা অংশ জুড়ে রয়েছে AI-র ব্যবহার। ফ্যাশন জগতে AI -এর প্রভাবে কী করে আগামী দিনে চালচিত্রটা বদলে যাবে সেই প্রেক্ষাপটেই গল্প তৈরি করেছেন অনীক। প্রিয়াঙ্কার চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই ছবি নিয়ে দর্শকের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়।

এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়নের লড়াইয়ে 'দ্য জেব্রাজ' সামিল হওয়ার পর কী বলছেন পরিচালক অনীক চৌধুরী? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। অনীক বলেন, 'অক্টোবরের শেষ আর নভেম্বরের শুরুর দিকেই খবরটা পেয়েছিলাম। কিন্তু, এটা তো একটা দীর্ঘ প্রসেস। ইন্ডিপেনডেন্ট বিভাগে আমাদের ছবিটা প্রতিযোগীতা করছে। নমিনেশনের জন্য লড়াই করছে ঠিকই কিন্তু, আমি জেতার আশা করছি না। তবে আমরা যে অস্কারের মঞ্চে প্রতিযোগী হতে পেরেছি সেটা তো একটা বিরাট প্রাপ্তি। হ্যাপি মোমেন্ট।'

Advertisment

অনীকের সংযোজন, 'আমরা খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। আট মাস প্রি-প্রোডাকশনের পর সিনেমাটি তৈরি করেছি। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে সিনেমাটা পৌঁছতে পেরেছে এটা নিঃসন্দেহে একটা স্বস্তির জায়গা। বড় বড় ছবির সঙ্গে প্রতিযোগীতা করতে পারছে। এমন কিছু পরিচালকের ছবি রয়েছে যাঁরা আমাদের অনুপ্রেরণা, আমরা তাঁদের পথপ্রদর্শক হিসেবে মান্যতা দিই। সত্যি বলতে তো আমি এখনও পর্যন্ত আনন্দটা উপভোগ করে উঠতেই পারিনি। টিমের সকলের সঙ্গে কথা হয়েছে। সবাই খুব খুশি। নিঃসন্দেহে একটা বড় স্টেপ অতিক্রম করলাম। এটা আমাদের আগামীর পথকে মসৃণ করল।'

পরিচালক যোগ করেন, 'গোল্ডেন লেডি যদি হাতে পেতে হয় তাহলে আরও অনেক পথ চলতে হবে। আমি আসলে অল্পতে সন্তুষ্ট হতে চাইছি না। বড় স্বপ্ন ছুঁতে গেলে ডাউন টু আর্থ হয়ে থাকতেই হবে। ছোট ছোট জিনিসে যদি খুশি হয়ে যাই তাহলে গোল্ডেন লেডি ইন মাই হ্যান্ড সেটা দেখা অনিশ্চিত হয়ে যাবে।'

priyanka sarkar Bollywood News bollywood movie
Advertisment