Anindita Raychaudhury: ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। এই মুহূর্তে 'তেঁতুলপাতা' ধারাবাহিকে অভিনয় করছেন। তবে আগামী কিছুদিন দর্শক তাঁকে পর্দায় দেখতে পাবেন না। কারন খুব শীঘ্রই মা হচ্ছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। আট মাস একটানা শুটিং করার পর এবার ছুটি নেোয়ার পালা। তার আগে তেঁতুলপাতা পরিবার তাঁকে আদরে-যত্নে একেবারে ভরিয়ে দিয়েছেন। বাহারি পদ সাজিয়ে শুটিং সেটেই হয়েছে সাধের অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় তারই ঝলক শেয়ার করেছেন মম টু বি অনিন্দিতা। এত আনন্দ-আয়োজন দেখে চোখে জল অভিনেত্রীর। খুব শীঘ্রই আবার দর্শকের দরবারে ফেরার প্রতিশ্রুতিও দিয়েছেন।
আগামী মার্চেই মা হচ্ছেন অনিন্দিতা। তার আগে চেটেপুটে প্রেগন্যান্সির জার্নি উপভোগ করছেন। শরীরের মধ্যে তিল তিল করে বেড়ে উঠছে ছোট্ট একটা প্রাণ। এই মুহূর্তটা কেমন কাটাচ্ছেন? কী ভাবে অন্তঃসত্ত্বা স্ত্রীর খেয়াল রাখছেন সুদীপ? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করলে তিনি বলেন, 'সময়টা সত্যিই দারুণ কাটছে। সুদীপ ওঁর সাধ্যমতো আমার খেয়াল রাখছে। বাড়িতে সবাই আমাকে খুব ভালবাসে। এই সময় সেই ভালবাসাটা যেন দ্বিগুণ হয়ে গিয়েছ। বাড়ির লোকের ভালবাসা-যত্নের কথা তো আলাদভাবে বলার জায়গাই নেই। পরিবারের সাপোর্ট না পেলে এত সহজে নিজেকে সুস্থ রেখে কাজ করা সম্ভব হত না।'
ছোট্ট অনিন্দিতা না ছোট্ট সুদীপ? কাকে চাইছেন হবু মা-বাবা? এই প্রসঙ্গে উড বি মাম্মি অনিন্দিতা বলেন, 'আমরা চাই একটা সুস্থ বাচ্চা এই পৃথিবীর আলো দেখুক। ছেলে-মেয়ে দুজনকেই স্বাগত। তবে বাবাদের একটা ইচ্ছে থাকে যে মেয়ে হবে। ওঁর-ও মনে মনে এইরকম একটা ইচ্ছে আছে। দেখা যাক ভগবানের আশীর্বাদে আমাদের কোলে কে আসে।'
কাজের জায়গা থেকে সাময়িক বিরতি নিয়ে মনটা খারাপ অনিন্দিতার। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে বলেন, 'অ্যাডভান্স স্টেজ, তাই ছুটিতে তো যেতেই হবে। আট মাস ওঁরা প্রত্যেকে আমাকে যেভাবে আগলে রেখেছিল তাতে সত্যিই আমি আপ্ল্ত। এত ভাল একটা টিম পেয়েছি যে ভাষায় প্রকাশ করা যাবে না। 'তেঁতুলপাতা'-য় আমার চরিত্রটা যেমন ছিল তেমনই থাকবে। শুধু শারীরিকভাবে উপস্থিত থাকব না।'
সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত হয়ে লিখেছেন, 'কিছু লিখতে পারব কিনা আদৌও জানি না, কান্নায় গলা বুজে আসে, কলম ও আটকে যায়, চেষ্টা করি....। এই লোকগুলো আমাকে সবটা দিয়ে ভালবেসেছে, যত্ন করেছে, আগলে রেখেছে, সম্মান দিয়েছে, আমাকে বুঝিয়ে দিয়েছে বাড়ির বাইরেও একটা পরিবার হয়। সেই পরিবারের মানুষগুলোও ঠিক বাবা মা দাদা দিদি বোন ভাই এর মতো করে শুধুমাত্র " বন্ধু " নামেই ভালবেসে বাজিমাত করে দিতে পারে...!!'
আরও লেখেন, তোমরা যাঁরা এই ভিডিওটায় আছ আর যাঁরা নেই, তোমাদেরকে ধন্যবাদ দেওয়ার ধৃষ্টতা আমি দেখাবো না। তোমরা আমার জীবনের এই বিশেষ জার্নিটাকে অন্যতম সেরা একটা জার্নি বানিয়ে দিলে। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, তোমরা তোমাদের সবটা দিয়েছ আমাকে!! আমৃত্যু এই দিনটার কথা আমার মনে থাকবে। ভালবাসা নিও তোমরা। খুব শীঘ্রই ফিরছি।